বাংলা হান্ট ডেস্ক : সরস্বতী পুজোর (Saraswati Puja) দিন আনন্দপুরের (Anandapur) চৌবাগা এলাকার একটি প্লাস্টিক গুদামে (Plastic Godown) লাগল বিধ্বংসী আগুন। গোটা এলাকায় এই অগ্নিকাণ্ডের (Fire Accident) ফলে ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। প্রজাতন্ত্র দিবসের (Republic Day) ছুটি থাকায় রাস্তাঘাট ফাঁকাই ছিল। এর ফলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল (Fire Brigade)। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা।
সাধারণতন্ত্র দিবসের ছুটিতে মজে সবাই। তারই সাথে রাজ্যে জুড়ে চলছে সরস্বতী পুজো। হঠাৎই ছুটির দিনে প্লাস্টিকের গুদামে আগুন লাগল আনন্দপুরে। গুদাম থেকে সেই আগুন অন্যত্র ছড়িয়ে পড়ার উপক্রম তৈরি হয়েছিল। এছাড়াও দাহ্য বস্তু মজুদ থাকায় সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। আগুন নেভানোর কাজ করে চলেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।
তবে কিভাবে ছুটির দিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো তা এখনও পরিষ্কার নয়। দমকল সূত্রে খবর, আগুন নেভানোর কাজ সম্পূর্ণ হলে এই ঘটনার তদন্ত শুরু হবে। দমকল সূত্রে খবর, গুদামের ভিতরে আটকে নেই কেউ। তবে গুদামে পর্যাপ্ত অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট-সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। তবে এত বড় গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে খবর, গুদামটিতে আগুন লাগে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ। গুদামের ভেতর প্রচুর পরিমাণে দাহ্য বস্তু মজুদ থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। বহুদূর থেকে দেখতে পাওয়া যায় আগুনের কালো ধোঁয়া। অবশেষে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। গুদামের ভেতর জিনিসপত্রের ক্ষতি হলেও হতাহতের কোন খবর নেই বলে সূত্রের খবর।