বাংলাহান্ট ডেস্ক : বাংলাদেশের (Bangladesh) কারখানায় ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। মঙ্গলবার ভোরে আগুন লাগে আদি ঢাকার বুড়িগঙ্গা নদীর অপর তীরে কেরানিগঞ্জে একটি রাসায়নিকে কারখানার (Chemical plant) গুদামে। সূত্রের খবর, এই ঘটনায় এখনও পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের মধ্যে ২ জন শিশু।
এই কারখানাটি অবস্থিত কেরানিগঞ্জ মডেল থানার অধীনস্থ কালিন্দী ইউনিয়নের গদাবাগ এলাকায়। হাজি আবুল হাসনাতের মালিকানাধীন এই কারখানাটিতে গ্লাস অ্যান্ড পলিমার তৈরি হত। পুলিশ জানিয়েছে, যে সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে সেই সময় কারখানার গুদামে ঘুমাচ্ছিলেন জেসমিন আখতার, তাঁর ১৬ বছরের কন্যা ঈশা, ২২ বছরের মিনা ও তাঁর ২ বছরের শিশুসন্তান তাইয়েবা।
আরোও পড়ুন : ২০০ বা ২৫০ নয়! এবার টমেটো পাবেন মাত্র এত টাকায়, স্বাধীনতা দিবসের দিনই দাম বেঁধে দিল কেন্দ্র
আগুনে পুড়ে মৃত্যু হয়েছে এদের প্রত্যেকের। এই অগ্নিকাণ্ডের ঘটনায় আশেপাশের বাড়ির কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের ভর্তি করানো হয়েছে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে। এলাকাবাসীদের কথায়, দনকলকে খবর দেওয়ার ১ ঘন্টা পর তারা এসে পৌঁছায় ঘটনাস্থলে।
আরোও পড়ুন : মাত্র ৫ টাকাতেই হবে বাজিমাত! সারাবছরেও মশা ঢুকবে না ঘরে, কীভাবে সম্ভব ? দেখুন
দমকল বিভাগের উপ-সহকারী এজিএম মহম্মদ সামসুজ্জামান জানিয়েছেন, “প্রথমে কেরানিগঞ্জ ফায়ার সার্ভিস এবং এরপর সদরঘাট ও সদর দপ্তরের ছ’টি ইউনিট দুঘন্টা ধরে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।”
দমকল পৌঁছানোর আগে স্থানীয়রা হাতুড়ি দিয়ে দেওয়াল ভেঙে কয়েকজনকে উদ্ধার করে। কেরানিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল বিন করিম ও জেলাশাসক মোহাম্মদ আনিসুর রহমান ঘটনাস্থল পরিদর্শনে যান। এরপর আনিসুর রহমান ঘটনায় তদন্তের জন্য গঠিত করেন ৫ সদস্যের টিম।