বিধ্বংসী অগ্নিকাণ্ড গড়িয়ার কাঠের গুদামে! ঘটনাস্থলে দমকলের ১৫ টি ইঞ্জিন, বাড়ছে আতঙ্ক

বাংলাহান্ট ডেস্ক : এবার অগ্নিকাণ্ড গড়িয়ার (Garia) একটি কাঠের গুদামে। কাঠের গুদাম থেকে সেই আগুন ছড়িয়ে পড়েছে আশপাশের জায়গায়। অগ্নিকান্ডের জেরে ভয়াবহ ভাবে জ্বলছে সেই গুদাম। আগুন লেগে গেছে গুদামের পাশে একটি নির্মীয়মান বাড়িতেও। দমকলের (Fire Brigade) ১৫টি ইঞ্জিন পৌঁছেছে ঘটনাস্থলে।

সূত্রের খবর, আজ সকালে আগুন লাগে গড়িয়ার ব্রহ্মপুর এলাকার একটি কাঠের গুদামে। স্থানীয়রা জানাচ্ছেন সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে চারপাশে। এর ফলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বালতি করে জল এনে স্থানীয় বাসিন্দারা সেই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি তারা।

দমকলে খবর দেওয়া হলে একে একে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকল কর্মীরা গুদামের চারপাশ থেকে সেই আগুন নেভানোর কাজ করছেন। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে দমকলকে খবর দেওয়া হলেও সঠিক সময়ে তারা এসে পৌঁছায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর পৌঁছান ঘটনাস্থলে। রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসও পৌঁছেছেন ঘটনাস্থলে।

এলাকাবাসীর ক্ষোভের মাঝে তাঁদের শান্ত করার চেষ্টা করেন কাউন্সিলর। তিনি জানান, ”এখন আগুন নেভানোই মূল কাজ। তবে আগুন নেভানোর কাজে প্রথমে স্থানীয় ছেলেরাই ঝাঁপিয়ে পড়েন, তাঁরাই সবাইকে বাঁচান। ওঁদের প্রতি আমরা কৃতজ্ঞ।” একই বক্তব্য অরূপ বিশ্বাসেরও। গুদামটি লাইসেন্স ছাড়াই তৈরি হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের।

Fire

জানা গিয়েছে, দমকল কর্মীরা চারপাশের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও গুদামের আগুন এখনো জ্বলছে। কিভাবে গুদামে আগুন লাগল সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়। তবে দমকল কর্মীদের মতে গুদামে হয়তো অনেক পরিমাণে দাহ্য বস্তু মজুত ছিল। স্থানীয়রা অভিযোগ করেছেন যে গুদামে ঠিকমতো অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ।

 

 

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর