ভয়াবহ আগুন নাগেরবাজারের বহুতলে, ভিতরে বহু মানুষের আটকে পড়ার আশঙ্কা

বাংলাহান্ট ডেস্ক : ফের ভয়াবহ অগ্নিকাণ্ড (Fire Accident) কলকাতায়। বুধবার দুপুরে আগুন লাগল দমদম নাগেরবাজারের (Nagerbazar) একটি অভিজাত আবাসনে। খবর আগুন লেগেছে এই বহু দলের ১৬ তলায়। ডায়মন্ড সিটি নর্থ নামের ওই আবাসনের চারপাশ ঢেকে গেছে কালো ধোঁয়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এখনো পর্যন্ত ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন।

গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) ফেটে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছেন দমকল কর্মীরা (Fire Brigade)। এই আবাসনে যেহেতু অনেক পরিবার বসবাস করেন সেহেতু মনে করা হচ্ছে আবাসনের ভিতরে অনেকেই আটকে পড়েছেন। দমকলমন্ত্রী সুজিত বসু খবর পেয়ে পৌঁছেছেন ঘটনাস্থলে। তিনি খতিয়ে দেখছেন আবাসনের ১৬ তলার পরিস্থিতি।

আবাসনের পক্ষ থেকে খবর দিলে প্রথমে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। এরপর আগুন ছড়িয়ে পড়লে আরো ইঞ্জিন আনা হয় ঘটনাস্থলে। জানা গিয়েছে যে জায়গায় আগুনের সূত্রপাত অর্থাৎ আবাসনের ১৬ তলায় আটকে পড়েন দুইজন মহিলা। দমকল কর্মীরা তৎপরতার সাথে তাদের উদ্ধার করতে সক্ষম হন।

তবে ঘিঞ্জি হওয়ায় একটি ফ্যাট থেকে অন্য ফ্ল্যাটে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে। বেশ কয়েকজনকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। নাগেরবাজার এলাকার এই ফ্ল্যাটের চারপাশে রয়েছে অনেক বাড়ি। দমকল কর্মীরা আশঙ্কা করছেন যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে বিপদ বাড়তে পারে।

fire

 

মনে করা হচ্ছে আগুন নিভে গেলেও থাকতে পারে পকেট ফায়ার। জানা গিয়েছে, চেষ্টা চালানো হচ্ছে যাতে দ্রুত আবাসনটি খালি করা যায়। সব বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কালো ধোঁয়ার কারণে বাধা পাচ্ছিলেন পরে আগুনের উৎসস্থলের দিকে পৌছতে সক্ষম হয়েছেন তাঁরা। ভয়াবহ এই পরিস্থিতির জেরে তোলপাড় শুরু হয়েছে এলাকায়।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর