বাংলাহান্ট ডেস্ক : টিআরপি তালিকায় জায়গা ধরে রাখতে মরিয়া বিভিন্ন সিরিয়ালগুলি (Serial)। প্রতিদ্বন্দ্বীদের ভিড়ে দর্শকদের নজর কাড়তে নানান চমক নিয়ে আসছে বিভিন্ন চ্যানেলের নানান মেগা। তবুও কিছু কিছু ধারাবাহিক (Serial) পিছিয়ে পড়ছে নম্বরের দিক দিয়ে। সেগুলিকে টেনে উপরে তুলতে কোনো কসুরই বাকি রাখছেন না নির্মাতারা। কিন্তু এবার এক বড় অঘটন ঘটে গেল স্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের (Serial) ফ্লোরে।
বড় বিপদ ঘটল স্টার জলসার সিরিয়ালের (Serial) ফ্লোরে
আগুন লাগল জলসার সিরিয়াল (Serial) ‘গৃহপ্রবেশ’ এর ফ্লোরে। এমনিতেই ধারাবাহিকটি নিয়ে সম্প্রতি খারাপ খবর শোনা গিয়েছিল। টিআরপি বেশ খানিকটা কম থাকায় সিরিয়ালে (Serial) বড় কোনো পরিবর্তন আসতে পারে বলে শোনা যাচ্ছে। এর মাঝেই ফের নতুন বিপদ। ফ্লোরে আগুন লাগার জন্য নাকি দায়ী করা হচ্ছে শুভলক্ষ্মী ওরফে ঊষসী রায়কে!
কী চলছে ধারাবাহিকে: আসলে সবটাই সিরিয়ালের (Serial) গল্প। গৃহপ্রবেশ এর গল্প অনুযায়ী, নদীয়া থেকে একা নিউ ইয়র্কে গিয়ে বিপাকে পড়ে শুভলক্ষ্মী। তখন তার পাশে দাঁড়ায় আদৃত। পরে জানা যায়, আসলে আদৃতদের বাড়িতেই যাওয়ার কথা ছিল শুভলক্ষ্মীর। গল্প এগোতে দেখা যায়, শুভলক্ষ্মীর প্রেমে পড়ে আদৃত। শুভলক্ষ্মীও সাড়া দেয় তার প্রস্তাবে।
আরো পড়ুন : পাত্তা পাবেন না সিনেমার নায়িকারা, ইনিই সিরিয়ালের সবথেকে ধনী অভিনেত্রী!
কার ভুলে ঘটল বিপদ: নদীয়ায় এসে বিয়ে করে আবার নিউ ইয়র্কে ফিরে যায় তারা। কিন্তু শুভলক্ষ্মীকে মেনে নিতে পারে না আদৃতের পরিবার। এমনকি আদৃতের সঙ্গে প্রথমে যার বিয়ে হওয়ার কথা ছিল, সেই জিনিয়াও শুভলক্ষ্মীকে পদে পদে বিপদে ফেলার চেষ্টা করতে থাকে। কিন্তু এবার নিজের ভুলেই বিরাট বিপদ ডেকে আনে শুভলক্ষ্মী (Serial)।
আরো পড়ুন : TRP আনতে ডাহা ফেল “বেঙ্গল টপার” নায়ক, সিরিয়াল বাঁচাতে “ধুন্ধুমার” কাণ্ড জি বাংলার
নদীয়ায় নিজে হাতে মশলা বানাত শুভলক্ষ্মী। এবার পরিবারের সবার মন জয় করতে রেস্তোরাঁয় গিয়ে মশলা তৈরি করতে শুরু করে সে। কিন্তু হঠাৎ করেই আগুন লেগে যায় রান্নাঘরে। এই ঘটনায় আরো রেগে যায় আদৃতের মা। এমনকি আদৃতও পাশে থাকার বদলে ধমক দেয় শুভলক্ষ্মীকে। আগামীতে কী ঘটবে সিরিয়ালে, টিআরপি কি বাড়বে সেটাই এখন দেখার অপেক্ষা।