কাঞ্চনজঙ্ঘার পর ফের বিপত্তি রেলে! দাউ দাউ করে জ্বলে উঠল প্যাসেঞ্জার ট্রেন

বাংলাহান্ট ডেস্ক : কাঞ্চনজঙ্ঘা দুর্ঘটনার রেশ না কাটতেই প্যাসেঞ্জার ট্রেনে বিধ্বংসী আগুন! তেলঙ্গানার (Telengana) এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সূত্রের খবর, তেলঙ্গানার সেকেন্দ্রাবাদের রেল নিলয়ম সংলগ্ন রেলওয়ে ওভারব্রিজের কাছে বৃহস্পতিবার আগুন লাগে প্যাসেঞ্জার ট্রেনের একটি অতিরিক্ত প্যান্ট্রি কোচ এবং একটি এসি কোচে।

খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। কিভাবে আগুন লাগল তা জানা যায়নি। রেল সূত্রে (Indian Railways) খবর, দক্ষিণ মধ্য রেলের প্রধান দপ্তর থেকে একটু দূরে মেট্টুগুড়ার কাছে রেলের কামরাগুলো ছিল। সাধারণত এখানেই রাখা হয় সেকেন্দ্রাবাদ যাওয়া ট্রেনগুলো। সেখানে ট্রেনের কামরাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার পর আবারো রওনা দেয় কামডরাগুলো।

আরোও পড়ুন : কলকাতায় এসেই সোজা নবান্ন! মুখ্যমন্ত্রীর সাথে ৪০ মিনিটের বৈঠক, কে এলেন? তুঙ্গে জল্পনা

সেই ট্রেনেই বৃহস্পতিবার আগুন লাগে। সেকেন্দ্রাবাদের স্টেশন ফায়ার অফিসার ডি মোহন রাও এই প্রসঙ্গে জানিয়েছেন, “সকাল ১০টা ৫০ নাগাদ দমকল কন্ট্রোল রুমে খবর আসে ট্রেনে আগুন লেগেছে। এরপর আমরা তৎক্ষণাৎ সেখানে ছুটে যাই। খবর দেওয়া হয় দমকলে। নিজেরাও আগুন নিভিয়ে ফেলার কাজে লেগে পরি।” আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

আরোও পড়ুন: কলকাতা থেকে শুরু করে মুম্বাই! দেশজুড়ে ৬০ হাজার কোটির সম্পত্তি বিক্রির পথে LIC, কি হবে এত টাকা?

তবে ওই স্থানে ঝোপঝাড় এবং উচ্চতার কারণে ওয়াশিং লাইনে পৌঁছানোর সেরকম উপায় না থাকার জন্য মই ব্যবহার করে আগুন নেভাতে হয় দমকল কর্মীদের। কামরাগুলির ভেতর থেকে প্রচুর ধোঁয়া বেরোনোর কারণে আগুন নেভাতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে এই ট্রেনে আগুন লাগার ভিডিওটি।

111134694

দেখে শিহরিত হচ্ছেন যাত্রীরা। প্রশ্ন উঠছে, দাঁড়িয়ে থাকা ট্রেনের কামড়ায় কিভাবে আগুন লাগলো? সেটাই ভেবে কিনারা পাচ্ছেন না রেলের কর্মীরা। উত্তর আজও অধরা। ফাঁকা কামড়ায় আগুন লাগার উৎস ঠিক কি হতে পারে, তার জন্য পুরো ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। তারপরেই জানা যাবে আগুন লাগার আসল কারণ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর