বাংলা হান্ট ডেস্ক: শিলিগুড়ি জংশন এলাকায় লাগলো বিধ্বংসী আগুন, চাঞ্চল্যকর পরিস্থিতি চতুর্দিকে। সূত্রে খবর সোমবার ভোর ৩.৩০ মিনিট নাগাদ শিলিগুড়ির তেনজিং নোরগে বাসস্টপের উল্টোদিকে জংশন এলাকার বাজারের একটি দোকানে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই চোখের নিমিষে বাঁশ, কঞ্চি, দরমা, প্লাস্টিক, প্লাইউডের তৈরি দোকানঘরগুলিতে ছড়িয়ে পড়ে আগুন।
এই তেনজিং নরগে বাসস্টপের খুব কাছেই রয়েছে একটি পেট্রোল পাম্প। যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন দের মধ্যে। কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয় দমকল অনুমান করেছে যে সেসময় শিলিগুড়িতে হাল্কা বৃষ্টি হওয়ার জেরে আগুন সেভাবে ছড়ায়নি, যার ফলে দুর্ঘটনা আরো ভয়াবহ হওয়ার থেকে রক্ষা পাওয়া গেছে।
উল্লেখ্য আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন। সেখানে উপস্থিত হয়ে স্থানীয়দের সহায়তার সাহায্যে প্রায় দুঘণ্টা ধরে চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে দমকল। ঘটনাচক্রে কোনরকম হতাহতের খবর না পাওয়া গেলেও, একেবারে ভষ্মিভূত হয়ে গেছে ১৪টি দোকান। সামনে দুর্গা পুজো তাই দোকান ভর্তি এসেছে সে রাখা ছিল প্রচুর দরকারী ও দামি পন্য। পুজোর আগে ব্যবসায় ভালো লাভ করবে বলে আশা করে রেখেছিল দোকানদাররা। জানা গেছে এই বিধ্বংসী আগুন লাগার ফলে কয়েক লক্ষ টাকার লোকসান হয়েছে ব্যবসায়ীদের।
প্রসঙ্গত এখনো পর্যন্ত জানা যায়নি ঠিক কি কারণে এই আগুন লাগে। প্রাথমিক তদন্তে দমকল অনুমান করে জানিয়েছে, বাসস্টপের পাশে খাবারের দোকান বা হোটেল থেকে আগুন লেগে থাকতে পারে। অথবা শর্ট সার্কিটের ফলেও অগ্নিকান্ড ঘটতে পারে। ঘটনাচক্রে প্রচুর ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের, দুর্গা পুজোর আগেই পেটে কুড়ুল পরল তাদের, এবার দেখার বিষয় সরকার তাদের সুবিধার্থে কোন পদক্ষেপ নেন কিনা।