বাংলা হান্ট ডেস্কঃ ফের রাজধানীতে ভয়াবহ অগ্নিকাণ্ড। সোমবার সকাল ৯ টা নাগাদ দিল্লির পরিবহন দফতরে আগুল লেগে যায়। তড়িঘড়ি অফিস খালি করে দেওয়া হয়। আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। আগুন দ্রুত ছড়িয়ে পড়াস আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসীরা। বিল্ডিং-এর একদম নিচের তলা থেকে আগুন দাউ দাউ করে জ্বলতে দেখা যায়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় অফিস চত্বর
সপ্তাহের প্রথম দিনেই বিপত্তিতে পড়তে হয় পরিবহন দফতরের কর্মীদের। অফিস টাইমের কিছুক্ষণে আগেন অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটায় উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। তবে অফিস তখনও না খোলায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়ে দমকল বাহিনী। তবে কী কারণে আগুন লাগল, তা এখনও পর্যন্ত জানা যায়নি।
দিল্লিতে প্রায়ই আগ্নি সংযোগের ঘটনা ঘটছে।সম্প্রতি কয়েক মাসের মধ্যে বহুবার আগুন লাগার ঘটনা সামনে এল রাজধানীতে। বেশিরভাগ ক্ষেত্রেই ভোররাতে, কিংবা সকালের দিকে আগুল লাগছে। কিছুদিন আগে কাপড়ের গোডাউনে, তার আগে জুতোর কারখানায় আগুন লেগে যায়।
তারও আগে দিল্লির আনাজ মাণ্ডিতে ভয়াবহ আগুনের সাক্ষী হয় রাজধানীবাসী। প্রায় ৪০-এর বেশি মানুষের মুত্যু হয় ওই অগ্নিকাণ্ডের ঘটনায়। জাতীয় মানবাধিকার কমিশন ওই অগ্নিকাণ্ডের ঘটনাকে বিপর্যয় হিসাহে ব্যাখ্যা করেছিল ।
আর এবার একেবার সরকারি অফিসের আগুন লাগার ঘটনা সামনে এল। কিভাবে আগুল লাগত, তা এখন স্পষ্ট হয়নি । বারবার কেন আগুন লাগছে রাজধানীতে, তবে কী অগ্নি নির্বাপন ব্যবস্থার খামতি রয়েছে বহু জায়গায়! এমনকি সরকারি দফতরেও আগুন লাগার বিষয়ে প্রশ্নের মুখে কেজরিওয়ালের সরকার ।