খাস কলকাতায় ফের অগ্নিকাণ্ড! বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন, তুমুল চাঞ্চল্য এলাকায়

বাংলা হান্ট ডেস্কঃ পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ডের রেশ এখনও পুরোপুরি কাটেনি। এর মাঝে ফের খাস কলকাতার (Kolkata) বুকে অগ্নিকাণ্ড। জুন মাসের শেষ সপ্তাহে ফের একবার শিরোনামে কলকাতায় অগ্নিকাণ্ড! এবার বড়বাজার মেহতা বিল্ডিংয়ে (Bara Bazar Mehta Building) আগুন লাগল। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ইঞ্জিন।

জানা যাচ্ছে, মঙ্গলবার বিকেলে আচমকাই মেহতা বিল্ডিং আগুন (Mehta Building Fire) লাগে। তিন তলার একটি ঘরে আগুন লেগেছে বলে খবর। সেই বিষয়ে জানা মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলবাহিনী। সময় যত এগোতে থাকে ততই বাড়তে থাকে দমকলের ইঞ্জিন সংখ্যা। সর্বশেষ আপডেট অনুসারে, দমকলের ১০টি ইঞ্জিন পৌঁছেছে সেখানে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে আগুন নেভানোর কাজ।

আজ বিকেল ৪:৩০ নাগাদ আচমকাই মেহতা বিল্ডিংয়ে আগুন লাগে বলে জানা যাচ্ছে। বিল্ডিং থেকে সাদা ধোঁয়া বেরোতে দেখা যায়। তবে কীভাবে আচমকা আগুন লাগল সেই বিষয়ে এখনও পরিষ্কার করে কিছু যায়নি। এই ঘটনার জেরে এখনও অবধি হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ নারী পাচার চক্রের মাথাদের ধরাল স্বাস্থ্যসাথী কার্ড! কীভাবে? পুরো ঘটনা চমকে দেবে!

গত কয়েকদিনে শহর কলকাতার বুকে বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় তা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। এর জন্য দায়ী কে? অগ্নিদাহ্য জিনিস নিয়ে কি কেউ দায়িত্বশীল নয়? যদি কোথাও আগুন লাগে তাহলে আদৌ কি সেখান থেকে বেরিয়ে আসার কোনও রাস্তা থাকছে? এমন নানান প্রশ্ন উঠতে শুরু করেছে। সেই সঙ্গেই নগরবাসীর সুরক্ষা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন অনেকে।

Bara Bazar Mehta Building fire in Kolkata

উল্লেখ্য, সংশ্লিষ্ট বিল্ডিংটিতে ওষুধের পাইকারি দোকান আছে। সেই সঙ্গেই বেশ কয়েকটি গুদামও রয়েছে ওই বহুতলে। ফলে আগুন খুব তাড়াতাড়ি পাশের বাড়িগুলিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। এদিকে বড়বাজার এমনিতেই বেশ ঘিঞ্জি এলাকা। এবার সেখানকারই একটি বহুতলে আগুন লাগার ঘটনা ঘটায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। সেই সঙ্গেই ওই এলাকায় যানজটও তৈরি হয়েছে বলে খবর। তবে কীভাবে আগুন লাগল সেই বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর