বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আচমকাই কলকাতা বিমানবন্দরে লাগলো মারাত্মক আগুন। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। হুড়োহুড়ি আরম্ভ হয়ে যায় এলাকায়। ধোঁয়ায় ভরে যায় বিমানবন্দরের চত্বর। জানা গিয়েছে যে রাত ৯ টা বেজে ২০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে।
ঘটনাস্থলে দমকলের ৪টি ইঞ্জিন এসে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কিন্তু রাত ১০.২০ নাগাদ ও যাত্রীদের ঢুকতে দেওয়া হয়নি বিমানবন্দরের ভেতরে। প্রাণভয়ে দৌড়াদৌড়ি করে অনেকেই অসুস্থ হয়ে পড়েন বলেও খবর এসেছে।
বিমানে ওঠার আগে যে জায়গায় সিকিউরিটি চেকিং হয়, ৩ নম্বর গেটের ঠিক সেই জায়গায় আগুন লাগে। এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে।
🚨 Massive Fire Breaks Out Inside Kolkata International Airport, Hope Everyone is Safe
Double Check the Timings if you’ve an Upcoming Fight from Kolkata Airport
— Ravisutanjani (@Ravisutanjani) June 14, 2023
অনেকেই আশঙ্কা করছেন যে বিমান পরিষেবায় এর মারাত্মক প্রভাব পড়বে। কলকাতা বিমানবন্দর দেশের সবচেয়ে সুরক্ষিত বিমানবন্দরগুলির মধ্যে একটি। সেখানে এই জাতীয় ঘটনা যথেষ্ট চিন্তার বলেই মনে করা হচ্ছে।