আগুন লাগলেই খবর পৌঁছয় ‘ফায়ার ব্রিগেডে’! কিন্তু বাংলায় কীভাবে ‘দমকল’ নাম হল জানেন?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : বাড়ি কিংবা কেনো জায়গায় আগুন লাগলে খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে। ঘন্টা বাজিয়ে ফায়ার ব্রিগেডের (Fire Brigade) গাড়ি তৎক্ষণাৎ পৌঁছে যায় ঘটনাস্থলে। সময়ের সাথে আধুনিক হয়েছে ফায়ার ব্রিগেড। তবে এই ফায়ার ব্রিগেডকে বাংলায় কেন দমকল বলা হয় জানেন? এই নামকরণের পিছনে অবশ্য রয়েছে ইতিহাস।

ফায়ার বিগ্রেডের (Fire Brigade) বাংলায় নামকরণ

সেই ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ১৫০ বছর আগে। উনবিংশ শতাব্দীর বিশিষ্ট সংগীত রচয়িতা রূপচাঁদ পক্ষী তাঁর একটি লেখায় দমকলের উল্লেখ করেন। তিনি লেখেন,  “অগ্নিদেব হলে প্রবল, নির্বাণ করে দমকল।” মজার ছলে রূপচাঁদ পক্ষী আরো বলেন, “মেসিনেতে দিলে দম, করে ঝম ঝম, তেজে বেরোয় ওয়াটার, সকল প্রস্তুত কলিকাতাতে, এমন নাই ভূ-ভারতে।”

আরও পড়ুন : আজকের রাশিফল ৫ এপ্রিল, বাড়ি-গাড়ি কেনার সুযোগ এই চার রাশির

 

রূপচাঁদ পক্ষী তাঁর লেখায় যে দম দেওয়া মেশিনের কথা বলেছেন সেটি আসলে ফায়ার ব্রিগেডকে (Fire Brigade) সতর্ক করার যন্ত্র। লাল রঙের অদ্ভুত দেখতে একটি লোহার যন্ত্র তখন বসানো থাকত রাস্তার বিভিন্ন মোড়ে। সেই বক্সের ভিতর হাতল ঘুরিয়ে দম দেওয়ার এক অদ্ভুত ব্যবস্থা ছিল তাতে। সেই হাতল ঘোরালে সোজা বার্তা পৌঁছে যেত স্থানীয় ফায়ার ব্রিগেডে।

আরও পড়ুন : আর নয় অপেক্ষা! ফের দাপট দেখাতে প্রস্তুত ভারতের “গোল্ডেন বয়”, মিলল বড় আপডেট

কিছু লেখা থেকে জানা যায়, ব্রিটিশ অফিসার ক্যাপ্টেন বার্নাড অ্যান্সন ওয়েস্টব্রুক এই দম দেওয়া যন্ত্র তৈরি করেন। এটিই ছিল ভারতের প্রথম ফায়ার অ্যালার্ম। মেশিনে দম দিয়ে তখনকার দিনে ফায়ার কর্মীদের ডাকা হত বলে, অনেকে তাই ধারণা করেন ফায়ার ব্রিগেডের নাম মুখে মুখে বাংলায় দমকল হয়ে যায়।

Fire Brigade Bengali name details

আবার অনেকে বলেন, সেই সময় ফায়ার ব্রিগেডের (Fire Brigade) গাড়ির জলের পাম্পগুলি চালাতে হত হাতল ঘুরিয়ে, অর্থাৎ এখানেও দম দিয়ে অপারেট করার বিষয়টি উঠে আসছে। সেই থেকেও ফায়ার ব্রিগেডের নাম বাংলায় (Bengali Name) দমকল হয়েছে বলেও ধারণা অনেকের।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X