বাংলা হান্ট ডেস্কঃ দোলের দিন ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল গোটা দেশ। মহাকাল মন্দিরে ভয়াবহ অগ্নিকাণ্ড (Ujjain Mahakal Temple Fire)। অগ্নিদ্বগ্ধ কমপক্ষে ১৩ জন। আহতদের মধ্যে মন্দিরের পুজারীও রয়েছেন। ইতিমধ্যেই তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কমপক্ষে ১৩ জন অগ্নিদ্বগ্ধ হন। প্রত্যেকেই গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, এদিন সকালে উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দিরের গর্ভগৃহে হঠাৎই আগুন লেগে যায়। দাউদাউ করে জ্বলতে থাকে চারিদিক। হোলি উপলক্ষে মহাকাল মন্দিরে সকালে ভষ্ম আরতির সময় বিশেষ আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই রঙের উৎসবে মেতে ওঠেন সকলে। আর তার মাঝেই ভয়ঙ্কর অঘটন।
দুর্ঘটনার বিষয়ে মন্দির কর্তপক্ষ জানান, অগ্নিকাণ্ডের সময় ঘটনাস্থলে উপস্থিত ১৩ জনের শরীরের অনেকটা অংশ আগুনে ঝলসে গিয়েছে। তড়িঘড়ি তাদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মন্দিরের ৫ পুরোহিত সহ মোট ১৩ জন অগ্নিদ্বগ্ধ হয়েছে বলে জানা গিয়েছে।
অগ্নিসংযোগের ঘটনা প্রসঙ্গে উজ্জয়িনীর মহাকাল মন্দিরের পুরোহিত আশিস শর্মা বলেন, ‘ প্রতি বছরের মতো এবারও মন্দিরে ঐতিহ্য মেনে হোলি পালন করা হচ্ছিল। ভস্ম আরতি চলছিল, সেই সময় তাতে আবির ফেলা হয়। সেই থেকেই আগুন লেগে যায় মন্দিরের গর্ভগৃহে। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছি আমরা।’
আরও পড়ুন: হোলিতেই ধামাকা! মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে কী এমন ‘গিফট’ পাঠালো ED? শুনলে থ হবেন
উজ্জয়িনীর জেলাশাসক নীরজ কুমার সিং বলেন, ‘গর্ভগৃহে ভস্ম আরতির সময় হঠাৎ দুর্ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। পুরোহিত সহ মন্দিরে উপস্থিত ১৩ জন গুরুতর আহত অবস্থায় উজ্জয়িনীর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন।’