ভয়াবহ অগ্নিকাণ্ডের গ্রাসে জামিয়া মসজিদ, দমকল না আসায় ক্ষোভ স্থানীয়দের মধ্যে

বাংলা হান্ট ডেস্কঃ  বুধবার সন্ধ্যায় কার্গিল জেলার দ্রাসে সেন্ট্রাল জামিয়া মসজিদে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর ফলে মসজিদটি ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্থ হয়।

রিপোর্ট অনুযায়ী, কার্গিলের দ্রাসে সেন্ট্রাল জামিয়া মসজিদ শরীফে আগুন ছড়িয়ে পড়ে এবং দ্রুত পুরো মসজিদকে গ্রাস করে। ঘটনার পরপরই পুলিশ, স্থানীয়রা ও সেনাবাহিনী আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যায়।

স্থানীয়রা জানান, আগুন নেভানোর জন্য কার্গিল ও অন্যান্য এলাকা থেকে ফায়ার টেন্ডার ডাকা হয়েছিল। এলাকায় ফায়ার টেন্ডার না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। প্রধান নির্বাহী কাউন্সিলর LAHDC-কারগিল ফিরোজ খান দুর্ভাগ্যজনক অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।

লাদাখের কার্গিলে মহকুমা স্তরে ফায়ার টেন্ডার সরবরাহ করতে ব্যর্থ হওয়ার জন্য ফিরোজ খান ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস বিভাগের নিন্দা করেছেন। খান টুইট করে লিখেছেন, “কেন্দ্র শাসিত অঞ্চল লাদাখের অগ্নি ও জরুরী বিভাগ অগ্নিকাণ্ডে মানুষের সম্পত্তি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। অর্থায়ন সত্ত্বেও দপ্তর মহকুমা স্তরে ফায়ার ইঞ্জিন পরিষেবা প্রদান করতে পারেনি। আমি এলজিকে উপ-বিভাগীয় স্তরে ফায়ার ব্রিগেড ইউনিট স্থাপন করার জন্য অনুরোধ করছি।”

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর