দাউ দাউ করে জ্বলে উঠল পুরীর গুণ্ডিচা মন্দির! রথের আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডে উদ্বিগ্ন পুণ্যার্থীরা

বাংলাহান্ট ডেস্ক : দেশ জুড়ে চলছে লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট গ্রহণ। আর শেষ দফার ভোটগ্রহণের দিন সকালে অঘটন ঘটে গেল পুরীর (Puri) মন্দিরে। গুণ্ডিচা মন্দিরের পূর্বদিকের নকাচনা দ্বারে আগুন লেগে যায় শনিবার সকালে। এই আগুনটি লাগে মন্দিরের কাছে অবস্থিত একটি ফাইবারের ব্যারিকেডে।

পূর্ব দিকের দ্বার সংলগ্ন অংশ জ্বলে ওঠে দাউদাউ করে। হঠাৎ করেই চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক।আগুন লাগার খবর পাওয়ার পরই দ্রুত ঘটনাস্থলায় পৌঁছায় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে এখনো জানা যায়নি এই আগুন লাগল কীভাবে। সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ হতাহত হননি।

আরোও পড়ুন : চলবে না হাওড়ার একগুচ্ছ লোকাল! ২ তারিখে হবে চরম ভোগান্তি, আগেভাগেই লিস্ট দেখুন

সোশ্যাল মিডিয়ায় আজ সকাল থেকেই ছড়িয়ে পড়েছে গুণ্ডিচা মন্দিরে আগুন লাগার ভিডিও। এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছবি দেখে অনেকেই হতবাক। গুণ্ডিচা মন্দিরটি অবস্থিত পুরীর শ্রীমন্দির থেকে তিন কিলোমিটার দূরে। গোটা বছরই ভক্তদের ভিড় লেগে থাকে গুণ্ডিচা মন্দিরে। ভক্তদের ভিড় আরো বাড়ে রথের সময়।

আরোও পড়ুন : গ্রাহকদের বিরাট উপহার দিল Vi! এই দুটি নতুন প্ল্যানে বিনামূল্যে পাবেন নেটফ্লিক্স

এই মন্দিরকে জগন্নাথ-বলরাম ও সুভদ্রার মাসির বাড়ি বলা হয়। তাঁরা রথের দিন এখানে এসেই অধিষ্ঠান করেন। গুন্ডিচা মন্দিরের অন্দরেও জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। যে দরজার সামনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকেই দেবতাদের তোলা হয় রথে। সেখানে রথযাত্রার আগে চলছিল প্রস্তুতি। সেই প্রস্তুতির মাঝেই ঘটে গেল বীভৎস অগ্নিকাণ্ডের ঘটনা।

প্রসঙ্গত, দুদিন আগেই পুরীতে ঘটে গিয়েছে বিস্ফোরণের ঘটনা। বাজি বিস্ফোরণ ঘটে জগন্নাথ দেবের চন্দনযাত্রার সময়। এই বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারিয়েছেন ৬ জন ও আহত ত্রিশেরও বেশি। আহতদের মধ্যে রয়েছে একাধিক শিশু। প্রচুর ভক্ত বুধবার জগন্নাথ দেবের চন্দনযাত্রা উপলক্ষে উপস্থিত হন নরেন্দ্র পুষ্করিনী সরোবরে।

MixCollage 01 Jun 2024 12 19 PM 8485

সেখানে কয়েকজন আতশবাজি ফাটাচ্ছিলেন। সেই ফুলকি এসে পড়ে বাজির স্তুপের উপর। তারপরও ঘটে বিস্ফোরণ। আর মাসখানেক পর রথযাত্রা। গোটা বিশ্ব থেকে লক্ষ লক্ষ মানুষের ভিড় হবে পুরীতে। তবে রথ যাত্রার আগে একের পর এক এই ধরনের ঘটনায় কিছুটা হলেও শঙ্কিত ভক্তরা।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর