পাকিস্তানে টিম হোটেলে বিধ্বংসী আগুন! কোনও রকমে প্রাণে বাঁচলেন ৫ ক্রিকেটার, মুখ পুড়ল PCB-র

বাংলা হান্ট ডেস্ক: বর্তমানে পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের চেষ্টা করছে এবং ভারতীয় দলকে ওই দেশে নিয়ে যাওয়ার জন্য সব ধরণের চেষ্টা চালাচ্ছে। ঠিক এই আবহেই সেখানে ঘটল বড়সড় দুর্ঘটনা। যেখানে কোনও রকমে প্রাণে বাঁচলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) মহিলা দলের ৫ জন খেলোয়াড়ের। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, একটি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানেই ছিলেন খেলোয়াড়রা।

মুখ পুড়ল PCB (Pakistan Cricket Board)-র:

জানিয়ে রাখি যে, গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ড তাদের জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপকে সংক্ষিপ্ত করে। ওই দল যে হোটেলে অবস্থান করেছিল সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় মিডিয়া রিপোর্ট অনুসারে, হোটেলে আগুন লাগার পর পাঁচজন খেলোয়াড় অল্পের জন্য পালাতে পেরেছিলেন। যার ফলে খেলোয়াড়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রিপোর্টে বলা হয়েছে যে, PCB (Pakistan Cricket Board) দলগুলির জন্য অন্য ভেন্যু খুঁজে বের করার চেষ্টা করেছিল। কিন্তু করাচিতে প্রতিরক্ষা প্রদর্শনী অনুষ্ঠিত হওয়ার কারণে, তারা দলগুলির জন্য কোনও বিকল্প ভেন্যু খুঁজে পেতে পারেনি। একটি সূত্র জানিয়েছে যে, যখন আগুন লাগে ওই পাঁচজন খেলোয়াড় ছাড়া, সমস্ত ক্রিকেটার এবং আধিকারিকরা একটি ম্যাচ বা নেট সেশনের জন্য জাতীয় স্টেডিয়ামে ছিলেন না।

আরও পড়ুন: ক্রিকেট মাঠে ভয়াবহ দুর্ঘটনা! ব্যাটারের শটে গুরুতর আহত আম্পায়ার, ভর্তি হাসপাতালে

বিষয়টির পরিপ্রেক্ষিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) তরফে জানানো হয়েছে যে, খেলোয়াড়দের নিরাপত্তা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে টুর্নামেন্ট সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বোর্ড আধিকারিক বলেছেন যে, বর্তমানে প্রত্যেক খেলোয়াড় নিরাপদে রয়েছেন এবং কেউ আহত হননি। এদিকে, PCB-কে উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়েছে, “সৌভাগ্যবশত, কোনও খেলোয়াড় আহত হননি। কারণ, PCB তাৎক্ষণিকভাবে ঘটনার সময় হোটেলে উপস্থিত পাঁচ খেলোয়াড়কে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যায়।”

আরও পড়ুন: তৈরি হল নজির! ISRO-র স্যাটেলাইট GSAT-N2-র সফল উৎক্ষেপণ করল SpaceX, দেখুন ভিডিও

এদিকে, এই টুর্নামেন্ট সংক্ষিপ্ত করার পরে PCB (Pakistan Cricket Board) টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণের জন্য চারটি ম্যাচ খেলার পরে স্ট্যান্ডিংয়ে শীর্ষ দু’টি অবস্থানে থাকা দলগুলির মধ্যে ফাইনাল অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নেয়। PCB এক বিবৃতিতে বলেছে, “টুর্নামেন্টের বিজয়ী নির্ধারণ করতে, PCB সিদ্ধান্ত নিয়েছে যে ইনভিন্সিবলস এবং স্টারস (প্রত্যেকে চার ম্যাচ খেলার পর শীর্ষ দু’টি দল) ফাইনালে একে অপরের মুখোমুখি হবে।” পাশাপাশি, ফাইনালের তারিখ ও ভেন্যু যথাসময়ে ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর