হাউজবোটে আগুন, প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ পর্যটকদের

বাংলা হান্ট ডেস্কঃ জলপথে ভ্রমণে বেরিয়ে বিপদের মুখে পর্যটকেরা। আগুন ধরে যায় হাউজবোটে। শিশু সহ হাউজবোট থেকে জলে ঝাঁপ ১৬ জন পর্যটকের । অবশেষে সাঁতরে শেষ রক্ষা হয়।

কেরলের কুমারাকোম থেকে হাউজবোটে বৃহ্স্পতিবার রওনা হয়েছিলেন ১৬ জন পর্যটক, তাঁদের মধ্যে একটি ৬ মাসের শিশুও ছিল বলে জানা যায় । তাঁদের গন্তব্য ছিল আলাপ্পুঝার কাছে পাথিরামান্নাল দ্বীপ। ভেম্বানাদ লেকের মধ্যে দিয়ে যাওয়ার পথে আচমকাই আগুন লেগে যায় হাউজবোটটিতে। হ্রদের হিমেল হাওয়ায় আগুন দ্রুত ছড়াতে থাকে।  বিপদ বুঝে পর্যটকরা জলে ঝাঁপ দেয়। ৬ মাসের শিশুটিকে কোলে নিয়ে ঝাঁপ দেন তার বাবাও। দুর্ঘটনার কবলে পড়া সকলকেই জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ।

houseboat.1579806257

হাউজবোটের চালক এমন ঘটনাকে অলৌকিক ঘটনা আখ্যা দিতে বাধ্য হয়েছেন। একদিকে, হাউজবোটের আগুন দাউ দাউ করে জ্বলছে, কালো ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে আকাশের দিকে উঠে যাচ্ছে, এমন পরিস্থিতি আতঙ্কিত পর্যটকরা নিজেদের প্রাণ বাঁচাতে জলে ঝাঁপ মারেন। ভেম্বানাদ লেকটি তেমন গভীর না হওয়ার জন্যই বেঁচে গিয়েছেন ১৬ জন পর্যটকই । হাউজবোটের অগ্নিকাণ্ডের ঘটনা দূরে থাকা একটি লঞ্চের নজরে আসে । তারা দ্রুত সাহায্য করতে ওই দিকে এগিয়ে যায়। লঞ্চের কর্মীদের চেষ্টাতেই জল থেকে সকলকে কোনওমতে উদ্ধার করা সম্ভব হয়েছে।

কীভাবে আগুন লাগল হাউজবোটটিতে, তা এখনও জানা যায়নি, তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে । প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট বা হাউজবোটের স্টোর রুম থেকে গ্যাস লিক করে আগুন ধরে গিয়েছে।

 

 

 


সম্পর্কিত খবর