পাকিস্তানে হিন্দু মন্দিরে আগুন লাগল মৌলবাদীরা, স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল ভিডিও

বাংলাহান্ট ডেস্কঃ পাকিস্তানে (pakistan) সংখ্যালঘুদের উপর ক্রমাগত অত‍্যাচার বেড়েই চলেছে। স‍্যোশাল মিডিয়ায় বহু বার এইধরনের ভিডিও ভাইরাল (viral video) হতে দেখা গেছে। হিন্দু মন্দিরের উপর অত‍্যাচার থামার নামই নিচ্ছে না। বুধবার স্থানীয় মৌলবীদের নেতৃত্বে খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রান্তে একজোট হয়ে হিন্দু মন্দিরে অত‍্যাচার চালায় ধার্মান্ধ মানুষেরা। মন্দিরটিতে ভাংচুর চালিয়ে ধূলিসাৎ করে দেয়। আগুন লাগিয়ে দেয় হিন্দু মন্দিরে।

সংখ্যালঘু হিন্দুদের উপর পাকিস্তানে লাগাতার অত‍্যাচার চালিয়েই যাচ্ছে ধার্মান্ধ মানুষেরা। এর আগেও পাকিস্তানে হিন্দুদের উপর অত্যাচারের খবর প্রকাশ‍্যে এসেছে। কিন্তু প্রতিবারই এই বিষয়ে নির্বাক থেকেছে ইমরান খান সরকার। এইবারে হিন্দু মন্দিরে অত‍্যাচারের ভিডিও স‍্যোশাল মিডিয়ায় ভাইরার হওয়ার পরও, এবিষয়ে কোন মন্তব্য করেননি ইমরান খান।

https://twitter.com/voice_minority/status/1344227213621788675

জানা গিয়েছে, একদল ধর্মান্ধ মৌলবাদ একজোট হয়ে খাইবার পাখতুনখোয়ার টেরি গ্রামে এক হিন্দু মন্দিরে আচমকাই হামলা চালাতে শুরু করে। মন্দিরটিতে ভাংচুর চালিয়ে ধূলিসাৎ করে দেয়। এমনকি মন্দিরে থাকা দেবদেবীর মূর্তিও তুলে এনে রাস্তায় ফেলে দেয়। এখানেই থামেনি ধর্মান্ধ মৌলবাদীরা। নিজেদের ক্ষোভের সম্পূর্ণ প্রকাশ ঘটিয়ে আগুন লাগিয়ে দেয় মন্দির চত্বরে।

চোখের সামনে মন্দির শেষ হয়ে যেতে দেখেও ভয়ে কোনরকম প্রতিবাদ করতে পারে না হিন্দুরা। এই ঘটনার ভিডিও স‍্যোশাল মিডিয়ায় ভাইরাল হতেই পাকিস্তানবাসী হিন্দুদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এতকিছুর পরও এবিষয়ে কোন পদক্ষেপ এমনকি কোন মন্তব্য করেননি পাক সরকার ইমরান খান। পাক প্রশাসন এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতারও করেনি।


Smita Hari

সম্পর্কিত খবর