”পাকিস্তানের জয়ে বাজি পুড়ছে ভারতে” গুরুতর অভিযোগ করে দীপাবলিতে বাজি পোড়ানোর ওকালতি করলেন বীরু

বাংলা হান্ট ডেস্কঃ দুবাইতে কাল আকস্মিকভাবে চূড়ান্ত স্বপ্নভঙ্গ হয়েছে বিরাট বাহিনীর। বিশেষত মেন্টর ধোনি দলে আসার পর মনে হচ্ছিল, এবার হয়তো ট্রফি জয়ের পর খুলবে ভারতের জন্য। পরপর দুই প্রস্তুতি ম্যাচে জয়ের পর আত্মবিশ্বাসও ছিল তুঙ্গে। কিন্তু গতকাল কাপ জয়ের সেই স্বপ্নের পথে বড় বাধার দেওয়াল খাড়া করে দিয়েছে পাকিস্তান। ১০ উইকেটে দুরন্ত জয় তুলে নিয়ে ভারতের আত্মবিশ্বাসকে অনেকটাই পর্যুদস্ত করে দিয়েছে তারা।

ভারত পাকিস্তান ম্যাচ মানেই আবেগ, এতদিন পর্যন্ত বিশ্বকাপে একতরফা রেকর্ড ছিল ভারতের। কিন্তু কাল ১১-০ ব্যবধানের সেই রেকর্ড ভেঙে প্রথমবার স্কোরকার্ডে নিজেদের নাম তুলেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে এদিন জয়ের জন্য ১৫২ রানের টার্গেট পাকিস্তানের সামনে রেখে ছিল ভারত। কিন্তু বাবর আজম আর রিজওয়ানের দুরন্ত হাফসেঞ্চুরিতে এদিন ১৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় পাকিস্তান। এই জয় সেলিব্রেট করা হয়েছে ভারতের বেশ কিছু জায়গাতে। পোড়ানো হয়েছে বাজিও। এবার এই প্রসঙ্গে মুখ খুললেন ভারতের প্রাক্তন বিস্ফোরক ওপেনার বীরেন্দ্র সেওয়াগ।

নিজের টুইটার হ্যান্ডেল থেকে একটি টুইটে তিনি লেখেন, “দীপাবলিতে বাজি পোড়ানো ব্যান করা হয়েছে, কিন্তু গতকাল ভারতের বেশ কিছু জায়গায় পাকিস্তানের জয় উদযাপন করতে গিয়ে বাজি পোড়ানো হলো। আচ্ছা ধরে নিলাম, তারা নিশ্চিত ভাবেই ক্রিকেটের জয় উদযাপন করছিলেন। তাহলে দীপাবলিতে বাজি পোড়ানোর ক্ষেত্রে বাধা কোথায়। এত হিপোক্রেসি কেন, সমস্ত জ্ঞান কি তখনই মনে পড়ে।”

আসলে দূষণ রোধের জন্য দীপাবলিতে বাজি না পড়ানোর আর্জি জানিয়ে ছিলেন অনেকেই। যার মধ্যে ছিলেন ক্যাপ্টেন কোহলিও। এছাড়া অন্যান্য অনেক সেলিব্রিটিদের পক্ষ থেকে এ ধরনের আবেদন জানানো হয় সাধারণ মানুষ এবং সমর্থকদের উদ্দেশ্যে। এবার কার্যত এই নিয়ে মুখ খুললেন বীরেন্দ্র সেওয়াগ।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর