‘স্বপ্নেও ভাবিনি পার্থদা টাকা নিয়ে চাকরি দেবে’, দাবি ফিরহাদের! ববি কি মেনে নিলেন পার্থই…

বাংলা হান্ট ডেস্ক : নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) বহু আগেই গ্রেফতার করেছে ইডি। তারপর গড়িয়েছে বহু জল। গত বছর ২২ জুলাই পার্থর গ্রেফতারির পর তাঁকে দল থেকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস। আজ মঙ্গলবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের পর প্রাক্তন সতীর্থকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করলেন কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর এই মন্তব্য নিয়ে রীতিমতো সরগরম রাজ্য রাজনীতি।

এদিন, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ এদিন বলেন, ‘কী হয়েছে আমি জানি না, তবে যা হয়েছে সেটা না হলেই ভালো হতো। টাকা নিয়ে চাকরির যে কথা শুনছি, যদিও আদালতে প্রমাণ হয়নি। এমনটা যদি সত্যি হয়, তবে তা অত্যন্ত লজ্জার বিষয়।’

এরপরই প্রাক্তন শিক্ষামন্ত্রীকে নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন ফিরহাদ। তিনি বলেন, ‘এই পার্থদাকে আমি চিনতাম না। বহু বছর পার্থদার সঙ্গে রাজনীতি করছি। আমি স্বপ্নেও কোনওদিন ভাবতে পারিনি যে কেউ টাকা নিয়ে চাকরি দেবে।’

firhad

 

তিনি আরও বলেন, ‘আমরা প্রত্যেকে চাই যে পার্টির ছেলেদের চাকরি হোক, বেকার ছেলেদের চাকরি হোক। কিন্তু কারও অধিকার ছিনিয়ে নিয়ে যদি চাকরি দিয়ে থাকে তবে সেটা অন্যায়, সেটা পাপ।’ এরপর মমতা বন্দ্যোপাধ্যা প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায়, চাঁদে দাগ থাকতে পারে কিন্তু, তাঁর কোনও দাগ নেই। তিনি কোনও অন্যায় করতে পারেন না। তিনি কাউকে বিশ্বাস করে থাকতে পারেন, সেটা ভুল নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করে ঠকেছেন। কিন্তু এত বড় সংগঠন, বিশ্বাস তো রাখতেই হবে।’

জেলবন্দি পার্থ আদালতে হাজিরা দিতে এসে প্রশ্নের উত্তরে জানান, তিনি দলের সঙ্গেই আছেন। এই প্রসঙ্গে ফিরহাদ বলেন, ‘দলে কে থাকবেন আর কে থাকবেন না, তা ঠিক করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে দলে আর কোনও পৃথক আলোচনা হয়নি। আমরা সবাই আজীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলাম। তিনি নিজে কোনও অন্যায় করতে পারেন না এবং কোনও অন্যায়কে প্রশ্রয়ও দেন না।’


Sudipto

সম্পর্কিত খবর