এবার পুরসভার দখলে যাবে কলকাতার মালিকানাহীন সম্পত্তি! বিরাট ঘোষণা বিরাট ফিরহাদ হাকিমের

বাংলা হান্ট ডেস্ক: বৃহস্পতিবার নবান্নে (Nabanna) উচ্চপর্যায়ের বৈঠকে কার্যত ঝড় বইয়ে দিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রাজ্যের মন্ত্রী আমলা থেকে শুরু করে পুলিশ অফিসার কাউকেই রেয়াত করেননি মুখ্যমন্ত্রী। তারপরেই রাজ্যজুড়ে বেআইনি জমি দখল নিয়ে কড়া বার্তা দিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

ফুটপাত আটকে হকার বসলে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি শুক্রবার তিনি জানান সম্পত্তি দখল রুখতে সমস্ত মালিকানাহীন সম্পত্তি পুরসভার নামে করে নেওয়া হবে। বৃহস্পতিবার নবান্নে মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়েছিলেন খোদ পুরমন্ত্রী ফিরহাদ-ও। জমি দখল নিয়ে ক্ষোভ প্রকাশ করে এদিন তিনি সরাসরি জানতে চান, সরকারি জমি কিভাবে জবরদখল হয়ে যাচ্ছে?

শুধু তাই নয়, এই জমি দখল রূখতে  পরিকল্পনা মাফিক কাজ করারও নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তাছাড়াও এদিন জমি দখলের নীতিমালা প্রণয়নের জন্য ৫ আমলার কমিটি গড়েছেন মুখ্যমন্ত্রী। এপ্রসঙ্গে শুক্রবার ফিরহাদ হাকিম  বলেছেন, ‘কলকাতায় আর কোনও মালিকানাহীন সম্পত্তি থাকবে না। কোনও মালিকানাহীন সম্পত্তি পৌরসভার নামে নথিভুক্ত করা হবে। তার পর কারও কাছে সম্পত্তির বৈধ নথি থাকলে তাকে মালিকানা তাঁকে হস্তান্তর করা হবে।’

আরও পড়ুন: প্রশ্ন ফাঁস করলেই ১০ বছর জেল, খসবে ১ কোটি! NEET-NET বিতর্কে কড়া আইন আনল সরকার

সেইসাথে এদিন তিনি আরও বলেন, ‘‘কলকাতায় মালিকানাহীন সম্পত্তি ভুয়ো মালিক তৈরি করে তাতে প্রোমোটিং হচ্ছে। আমরা সেটা বন্ধ করতে চাই। কলকাতায় যত সমীক্ষা না হওয়া সম্পত্তি পুরসভার নামে সমীক্ষা করা হবে।’

garden reach firhad

একইসাথে এদিন কলকাতার পুরমন্ত্রীর আরও সংযোজন, ‘কলকাতায় ফুটপাথ আটকে হকার বসা বরদাস্ত করবে না পুরসভা। বেকার ছেলেরা ফুটপাথে হকারি করবেন ঠিক আছে। কিন্তু ফুটপাথ আটকে বা নোংরা করে হকারি করা চলবে না। অনেকেই নিয়ম মেনে হকারি করছেন। অনেকেই করছেন না।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর