পার্থ জামিন পাওয়ায় কষ্টে ফিরহাদ! মুখ ফসকে বলেই ফেললেন, আমি…

বাংলা হান্ট ডেস্কঃ ২০২২ সালের জুলাই থেকে নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এরই মধ্যে শুক্রবার শিক্ষা কেলেঙ্কারিতে ইডি মামলায় জামিন পেয়েছেন পার্থ (Partha Chatterjee)। আগামী ১ ফেব্রুয়ারি, ২০২৫-এ ইডি মামলা থেকে জামিন পাবেন পার্থ চট্টোপাধ্যায়। এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। যদিও সিবিআই এর মামলা নিম্ন আদালতে বিচারাধীন। তাতে এখনও জামিন অধরা পার্থর। তাই এখনই জেলমুক্তি নয়।

পার্থর জামিনের পর বিভিন্ন মহল থেকে নানা রকম প্রতিক্রিয়া উঠে আসছে। এরই মধ্যে রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim) মন্তব্য করলেন, সুপ্রিম কোর্টে পার্থ চট্টোপাধ্যায় জামিন পাওয়ায় তিনি অত্যন্ত মর্মাহত। গতকাল কলকাতা পুরসভার স্কুলগুলির ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন ফিরহাদ। সেখান থেকেই এই মন্তব্য করেন তিনি।

পার্থ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরহাদ বলেন, ‘আদালতের সিদ্ধান্তে আমি মর্মাহত।’ কিন্তু কেন মর্মাহত? জামিন পেলেও যাতে পার্থর সঙ্গে দূরত্ব বজায় থাকে তাই কি এই মন্তব্য? এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালের ২২ জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) গ্রেফতার করে ইডি। তারপর থেকেই প্রাক্তন মন্ত্রীর ঠিকানা প্রেসিডেন্সি জেল। সেবছর জুলাই মাসেই পার্থর বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দিয়ে নগদ প্রায় ৫০ কোটি টাকা সহ কেজি কেজি সোনার গয়না উদ্ধার করে তদন্তকারী সংস্থা। কাঁড়ি কাঁড়ি টাকার পাহাড় উদ্ধারের পর গ্রেফতার করা হয় অর্পিতাকেও।

নিয়োগ দুর্নীতি মামলায় ইডির পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ আনে সিবিআইও। এসএসসিতে নিয়োগের মামলায় সিবিআই-ও পরবর্তী সময়ে গ্রেফতার করে পার্থ-অর্পিতাকে দুজনকেই। এদিকে সম্প্রতি প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলাতে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। প্রায় ২৮ মাস জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী।

Partha Chatterjee

আরও পড়ুন: দু’দিনে আরও ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা! দক্ষিণবঙ্গের ৫ জেলায় জারি হল সতর্কতা, আবহাওয়ার খবর

২০২২ সালে গ্রেফতারির পর পার্থকে মাত্র সাত দিনের মধ্যে দল থেকে সাসপেন্ড করে দেয় তৃণমূল। গ্রেফতারির সময় তৃণমূলের মহাসচিব ও শৃঙ্খলারক্ষা কমিটির প্রধান ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যের গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্বে ছিলেন তিনি। জেলবন্দি অবস্থাতে পার্থর মুখে একাধিকবার তৃণমূল স্তুতি শোনা গিয়েছিল। তবে প্রথম থেকেই পার্থর সঙ্গে দুরুত্ব চওড়া করেছে তৃণমূল। তাই এরপর জেল থেকে মুক্তি পেলেও তৃণমূলে যে পার্থর রাজনৈতিক পুনর্বাসন সম্ভব নয় তা বোঝাতেই ওই মন্তব্য করেছেন ফিরহাদ। মত রাজনৈতিক মহলের।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর