বাংলা হান্ট নিউজ ডেস্ক: আজ ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাবে ছিল একটি বিশেষ দিন। ইস্টবেঙ্গল ক্লাবের নব রূপকার পল্টু দাসের ২২ তম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে কিছু বিশিষ্ট মানুষকে সম্মানিত করা হয়েছে ক্লাবের তরফ থেকে। সেই অনুষ্ঠান থেকেই ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ প্রসঙ্গে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার (Debabrata Sarkar) এবং কলকাতা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।
ইস্টবেঙ্গল শীর্ষকর্তা যিনি সমর্থকদের কাছে ‘নিতু’ নামেই বেশি পরিচিত আজ ইস্টবেঙ্গল কতদিনের মধ্যে ট্রফি জয় করতে পারবেন সেটা সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছেন। তিনি আরও বলেছেন, “আগামীকাল আমরা একটা যুদ্ধ লড়তে যাচ্ছি। আপনাদের সকলকে আমাদের পাশে চাই।” প্রসঙ্গত কালকেই ইনভেস্টর গোষ্ঠী ইমামীর সঙ্গে বোর্ড মিটিংয়ে বসতে চলে সেই ইস্টবেঙ্গল ক্লাবের কর্তারা।
তিনি আরও বলেছেন, “আমরা আজ সকলের সামনে শপথ নিচ্ছি, আমরা দুই বছরের মধ্যেই আইএসএল চ্যাম্পিয়ন হব।” এই দাবি শুনে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ইস্টবেঙ্গল ভক্তদের মধ্যে। কেউ কেউ সাধুবাদ জানিয়েছেন দেবব্রত সরকারকে। আবার কেউ কেউ ব্যঙ্গ ও সমালোচনাও করেছেন এই কথা শুনে।
অনেক সমর্থকই বলছেন যে ইনভেস্টের গোষ্ঠীর সঙ্গে সব সময় যুদ্ধং দেহি মনোভাব দেখানোর কি প্রয়োজন। দাবিটা তো ভদ্র ভাবেও করা যেতে পারে। অতীতে বারবার ইনভেস্টের গোষ্ঠীর সঙ্গে ঝামেলায় জড়িয়েছে সাবেক কর্মকর্তারা। মোহনবাগানও সম্প্রতি তাদের দলের নামের সামনে থেকে এটিকে রিমুভ করেছে কিন্তু তার জন্য তাদের শীর্ষকর্তাকে কখনো যুদ্ধ ঘোষণা করতে হয়নি সঞ্জীব গোয়েঙ্কার বিরুদ্ধে। কর্পোরেট ডিলিংটা একটা আর্ট যেটা ইস্টবেঙ্গল কর্তাদের রক্ত হয়নি এবং সম্প্রতি হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে দাবি করছেন অনেকেই।
এই বিশেষ দিনের ওই অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জানানোর জন্য উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিমও। তিনি বক্তব্য রাখার সময় বলেন, “আমরা আশা হারবো না, আমরা ভরসা হারবো না, আমরা সূর্য সেনের বংশধর, আমরা লড়াই করে ফিরবই। আমরা আবার এয়ারপোর্ট থেকে ক্লাবে নিজেদের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে ফিরবো, কোনো কর্পোরেটের ট্রফি না। ইস্টবেঙ্গল জিন্দাবাদ।”