বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর নারদা মামলায় ফিরহাদ হাকিমকে গ্রেফতার করেছিল সিবিআই। দিন কয়েক কাটাতে হয়েছিল জেলে। তবে আদালতে মুখ পোড়ে সিবিআই-র। এরপরই তাঁকে মুক্ত করা হয়। সিবিআই-র হাতে গ্রেফতার হওয়ার পর ক্যামেরার সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি।
চোখে জল ফেলে ফিরহাদ হাকিম বলেছিলেন, কলকাতার মানুষকে আর বাঁচাতে পারলাম না। তবে সেসব এখন অতীত। পুরনো দুঃখ, গ্লানি ভুলিয়ে তিনি নিজের কাজে মন দিয়েছেন। আর ওনার এই কাজের জন্য ওনাকে বড়সড় পুরস্কারও দিল সরকার।
বৃহস্পতিবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিমকে হিডকোর চেয়ারম্যান করা হয়েছে। এটা নজির বিহীন সিদ্ধান্ত হিসেবেই ধরা হচ্ছে। কারণ এর আগে রাজ্যের কোনও মন্ত্রীকে এই পদে বসাননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃতীয়বার ক্ষমতায় আসার পর রীতি ভঙ্গ করে রাজ্যের মন্ত্রীকে হিডকোর চেয়ারম্যান করলেন মুখ্যমন্ত্রী।