বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের আইনশৃঙ্খলার পরিস্থিতি থেকে শুরু করে সাম্প্রদায়িকতা নিয়ে ইতিপূর্বে একাধিকবার তৃণমূল কংগ্রেসকে (Trinamool Congress) কাঠগড়ায় তুলেছে বিরোধী শিবির। বিশেষ করে আরজিকর কান্ডের পর থেকে রাজ্যবাসীর মনে তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে ক্ষোভের আগুন গিয়েছে আরও বেড়ে।
তৃণমূলে (Trinamool Congress) ছেড়ে, বিজেপিতে যোগ দিচ্ছেন এই বিধায়ক?
এরই মধ্যে সংবিধান দিবসে রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে সাম্প্রদায়িকতা নিয়ে সরব হয়েছিলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। এই ইস্যুতে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে আক্রমণ শানিয়েছিলেন তিনি। তারপরেই এবার তাঁর উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম।
অগ্নিমিত্রা পালকেও তৃণমূলে (Trinamool Congress) যোগদান করার আহ্বান জানিয়ে ফিরহাদ হাকিম এদিন বলেছেন,’আপনার আশেপাশে বসা অনেকে চলে এসেছে, আপনিও চলে আসুন, পরের বার আপনার আসন থেকে আর জিতবেন না।’ একইসঙ্গে রাজ্যের সুরক্ষা ব্যবস্থা নিয়ে জোর গলায় ফিরহাদ বলেছেন,’পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় সব ধর্মের মানুষকে নিয়ে চলেন। সব ধর্মের মানুষের জন্য বাংলা সুরক্ষিত। সুরক্ষিত কতটা, তার প্রমাণ সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের ফল ৬-০।’
আরও পড়ুন: অপার প্রাইমারির কাউন্সেলিং শেষে মিলল সুপারিশপত্র! চমকে দেবে অনুপস্থিত এবং প্রত্যাখ্যানকারীর সংখ্যা
প্রসঙ্গত আগামী ২৫ নভেম্বর থেকেই বিধায়সভায় শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। বুধবার তৃতীয় দিন ছিল। জানা যায় আরজি কর কান্ড এবং তারপর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর যে ধরনের অত্যাচার হয়েছে তারই প্রতিবাদে মুলতুবি প্রস্তাব আনে বিজেপি।
তবে তাঁদের এ বিষয়ে আলোচনার সুযোগ দেওয়া হয়নি। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডলের মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ করে বিজেপি। আর তারপরেই ওয়াক আউট করে বিজেপি। তারপর প্ল্যাকার্ড হাতে অধিবেশন কক্ষের বাইরে বিভোক্ষ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। একইসাথে এদিন স্পিকারের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন তাঁরা।