বাংলাহান্ট ডেস্কঃ বঙ্গ রাজনীতিতে বাড়ছে উত্তাপ। পঞ্চম দফা নির্বাচনের পর জয়ের বিষয়ে নিশ্চিত হয়ে বড় বার্তা দিলেন দিলীপ ঘোষ (dilip ghosh)। রবিবার সকালে মর্নিং ওয়াকে গিয়ে আত্মবিশ্বাসের সুরে বললেন, ১৮০ টি আসনের মধ্যে ১২৫ টিতে জিতে গেছে বিজেপি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের এই মন্তব্যের পাল্টা দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেন্ট্রাল ফোর্সের প্রসঙ্গ থেকে বিজেপির আসন্ন জয়ের আসন সম্পর্কে দিলীপ ঘোষের মন্তব্য- কোনকিছুরই পাল্টা জবাব দিতে ছাড়লেন না ফিরহাদ হাকিম।
যেসমস্ত জায়গায় রাজ্য সরকারের প্রাধান্য বেশি সেসব জায়গায় ঝামেলা হয়েছে, বাকি জায়গায় সেন্ট্রাল ফোর্স থাকায় শান্তিপূর্ণ নির্বাচন সম্ভব হয়েছে। যেমনটা আশা করা হয়েছিল, তেমনটাই নির্বাচন হয়েছে- দিলীপ ঘোষের এমন মন্তব্যের জবাব দিয়ে ফিরহাদ হাকিম বলেন- ‘অমিত শাহের কথায় সেন্ট্রাল ফোর্স গুলি চালিয়েছে এবং কয়েক জায়গায় প্রভাবিত করতে চেয়েছিল। তাছাড়া কোথাও ঝামেলা হয়নি। বাংলার ৪ টে ছেলে মারা গেল, তবে মমতা ব্যানার্জি ঠিকই বাংলায় নিরুঙ্কুশ সংখ্যা গরিষ্টতা নিয়ে আসবে। আর ভালো নির্বাচনের প্রসঙ্গে আগে থাকতে দিলীপ দা সার্টিফিকেট দেওয়ায় তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। তবে হেরে যাওয়ার পর কিন্তু আমাদের দোষ দিতে পারবেন না’।
রবিবার সকালে দিলীপ ঘোষ বলেন, ১৮০ টি আসনের মধ্যে ১২৫ টিতে জিতে গেছে বিজেপি। বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ফিরহাদ হাকিম বলেন, ‘ইভিএমএর মধ্যে কি ঢুকে গিয়েছিলেন দিলীপ ঘোষ? নাহলে উনি কি কোন কারছুপি করে জানতে পেরেছেন মানুষ কাকে ভোট দিয়েছেন? পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়! ডাল মে জরুর কুছ কালা হ্যায়!’