বাংলা হান্ট ডেস্কঃ বিগত বেশ কয়েক বছর ধরে বাংলায় শিল্পবান্ধব পরিবেশ গড়ে তুলতে ব্যর্থ তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)! শিল্প গড়ে তোলার একাধিক সুযোগ আসলেও তা কাজে লাগাতে ব্যর্থ শাসক দল। অতীতে এই সকল ইস্যুগুলিকে হাতিয়ার করে সরকারের উদ্দেশ্যে একের পর এক কটাক্ষ ছুড়ে দেয় বিরোধী দলগুলি। তবে অপরদিকে আবার সরকারের দাবি, তারা বাংলায় শিল্প নিয়ে আসতে উদ্যোগী এবং শিল্প বান্ধব পরিবেশের ভিত্তিতে আগামী কয়েক বছরের মধ্যে বাংলা দেশের মধ্যে শীর্ষস্থান দখল করবে আর সেই উদ্দেশ্যেই এবার সরকারের নয়া উদ্যোগ, “কচুরিপানা থেকে শিল্প”।
এদিন এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্য তুলে ধরলেন কলকাতার মেয়র তথা তৃণমূল কংগ্রেস মন্ত্রী ফিরহাদ হাকিম। হাকিমের দাবি, “এবার কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলা হবে। রাজ্যের পরিকল্পনা অনুযায়ী, কচুরিপানা থেকে তন্তু বের করার মাধ্যমে তৈরি করা হবে শিল্পের সামগ্রী।” এক্ষেত্রে ইতিমধ্যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প দফতর এমএসএমই দ্বারা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ফিরহাদ জানান, “উত্তর ২৪ পরগণায় কয়েকটি কারখানাও তৈরি করা হয়েছে, যার মাধ্যমে পরবর্তী সময়ে এই শিল্প যথেষ্ট নজর কাড়বে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে কলকাতার বেশ কয়েকটি পুকুরে কচুরিপানার উপদ্রব দেখা গিয়েছে। এর থেকে যেমন দূষণ ছড়াচ্ছে, ঠিক তেমনভাবে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর মশাও জন্ম নিচ্ছে প্রতিনিয়ত। এই প্রসঙ্গে একের পর এক অভিযোগ উঠে আসতে এদিন অবশেষে মুখ খুললেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, “পরিবেশ রক্ষা করার পাশাপাশি কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলা আমাদের প্রধান লক্ষ্য। শহরে যে সকল জলাশয় রয়েছে, তা রক্ষা করতে ইতিমধ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুরসভা। এক্ষেত্রে ডেঙ্গু এবং ম্যালেরিয়া রোগ যাতে না ছড়িয়ে পড়ে, সেদিকে যেমন আমাদের নজর রয়েছে; ঠিক তেমন ভাবে কচুরিপানা তুলে সেগুলি কারখানায় দেওয়া হয়ে চলেছে। এগুলি থেকেই শিল্প সামগ্রী তৈরি করা হবে।”
কলকাতার মেয়র আরো বলেন, “কচুরিপানা থেকে শিল্প গড়ে তোলার পাশাপাশি মৎস্য দফতর এবং স্থানীয় ক্লাবগুলির কাছেও জলাশয়তে মাছ চাষ করার বিষয়ে প্রস্তাব দিয়েছি আমরা। ফলে সব মিলিয়ে জলাশয়গুলি রক্ষার মাধ্যমে শিল্প গড়ে তোলাই সরকারের লক্ষ্য।”
‘টক টু মেয়র’ অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে এদিন আরও বেশ কয়েকটি বিষয় তুলে ধরেন ফিরহাদ। কলকাতার রাস্তা অতীতের তুলনায় বর্তমানে বেশ ভালো পরিস্থিতিতে রয়েছে বলে জানান তিনি। তৃণমূল নেতা বলেন, “অতীতে রাস্তার যে পরিস্থিতি ছিল, তার তুলনায় বর্তমানে অনেক উন্নতি হয়েছে। তবে যে সকল রাস্তার পরিস্থিতি এখনো পর্যন্ত খারাপ, সেগুলিতে আমাদের নজর রয়েছে। এছাড়াও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলাতে তৎপর রয়েছে সরকার।”