শোভনকে ফিরিয়ে আনতে ফোন ফিরহাদের

বাংলা হান্ট ডেস্ক: লোকসভা নির্বাচনে সার্বিকভাবে বাজে ফল করার পর ভোট পড়েছে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়।

কলকাতার প্রাক্তন মেয়র শোভন এর বৈবাহিক সম্পর্কে সমস্যা এবং এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর সঙ্গে তার সম্পর্ক নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে। এই কারনেই শোভনের সাথে দূরত্ব তৈরি হয় দলের।এক এক করে আবাসন এবং দমকল দপ্তরের মন্ত্রীর দায়িত্ব এবং মেয়র পদ থেকে ইস্তফা দেন তিনি।কলকাতা পুরসভার যে ওয়ার্ড থেকে শোভন নির্বাচিত হয়েছিল লোকসভা নির্বাচনের আগে সেই ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয়েছিল শোভনের স্ত্রী রত্না চট্টোপাধ্যায় কে, এতেও শোভন ক্ষুন্ন হয়েছেন।
8322c images 23

রবিবার দুপুরে নাকি প্রাক্তন মেয়র কে ফোন করে দেখা করার অনুরোধ করেন কলকাতার বর্তমান মেয়র ফিরহাদ হাকিম। যদিও শোভনের ঘনিষ্ঠ মহলের দাবি কোন ইতিবাচক উত্তর শোভন দেয়নি।

স্বপনের ঘনিষ্ঠ কথায়,” ফিরহাদ হাকিম শোভন দা কে বলেন,দেখছিস তো দলের এখন দুর্দিন।এখনো কি মুখ ফিরিয়ে থাকবি? শোভন দা কিছুক্ষণ চুপ ছিলেন,এরপরে মেয়র শোভন দা কে বলেন চলে আয়।”

ফিরহাদ হাকিম এর সাথে দেখা করার বিষয়ে শোভন তার ঘনিষ্ঠ মহলকে জানিয়েছেন,যে কারণে দলের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে তার সঙ্গে ফিরহাদ এর কোন যোগাযোগ নেই তাই মেয়েরা সঙ্গে তিনি কেন দেখা করবেন!


সম্পর্কিত খবর