পুরভোটের প্রচারে দিল্লি দখলের ডাক, বাংলার মেয়েকে প্রধানমন্ত্রী করার স্বপ্ন ফিরহাদ হাকিমের

বাংলাহান্ট ডেস্ক : বাংলার বিধানসভায় বিজেপিকে গোহারা হারানোর পর তৃণমূলের পরবর্তী লক্ষ্য যে দিল্লির গদি এদিন একথা সাফ জানালেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুরভোটের প্রচারের মঞ্চ থেকে এদিন ‘দিল্লি চলো’ স্লোগানই তুলতে দেখা গেল তাঁকে।

বুধবার পুরোনো মালদা এবং ইংলিশবাজারে পুরভোটের প্রচার সারতে যান তৃনমুল নেতা। সেখানেই তৃণমূলের পরবর্তী লক্ষ্য স্পষ্ট করেন তিনি। বাংলার বিধানসভা নির্বাচনে বিজেপিকে ল্যাজেগোবরে করে ছেড়েছে তৃণমূল। এবার পুরভোটেও গোটা বাংলা জয়ের পর দিল্লির মসনদ দখলের দিকে পা বাড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায় এদিন এমনটাই জানান রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষকে ঠিক রাখতে হবে। বাংলায় আমরা প্রতিষ্ঠিত আছি। কিন্তু দিল্লির লোক যদি বলে আপনাদের ওল্ড মালদা আছে? ইংলিশ বাজার আছে? তাই এই সব আমাদের দখল করতে হবে। আর মমতাদিকে এক পা এক পা করে দিল্লির দিকে এগিয়ে দিতে হবে।’

একই সঙ্গে ওই মঞ্চ থেকেই কংগ্রেসকেও বিঁধতে ছাড়েননি ফিরহাদ হাকিম। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, ‘এক সময় ছোটোবেলায় কংগ্রেস করতাম। বরকতদার নেতৃত্বে কংগ্রেস করেছি। তিনি সিপিএমকে বঙ্গোপসাগরে ছুড়ে ফেলে দেওয়ার আওয়াজ তুলেছিলেন। বরকতদার সেই স্বপ্ন পূরণ করেছেন মমতাদি। কিন্তু সেই কংগ্রেস এখন সিপিএমের সঙ্গে জোট করছে।’

আসন্ন লোকসভা নির্বাচনে দিল্লিকেই পাখির চোখ করছে তৃণমূল। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্যে নিজেদের ক্ষমতা বাড়াচ্ছে তারা৷ বর্তমানে দেশের বিজেপি বিরোধী মুখ হিসেবেই এক নম্বরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। কিন্তু দেশ শাসনের লক্ষ্যে এগোলেও বাংলায় নিজেদের খুঁটি নড়াতে চায় না ঘাসফুল শিবির। সেই কারণেই পুরসভা দখলেই আপাতত সর্বশক্তি দিয়ে ঝাঁপাচ্ছে দল। এদিন ফিরহাদ হাকিমের কথায় যে একথাই স্পষ্ট এমনটাই দাবি রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর