বাংলা হান্ট ডেস্কঃ মহামারী করোনার মধ্যে দুস্থ মানুষদের ত্রাণ বিলির সময় ছবি তোলার তৃণমূলের (All India Trinamool Congress) কাউন্সিলরকে জোর ধমক দিলেন কলকাতার মেয়র তথা পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। গতকাল মহানগরীর কনটেনমেন্ট জোন গুলো নিয়ে জরুরী মিটিং ডেকেছিলেন মেয়র ফিরহাদ হাকিম। ওই বৈঠকেই ত্রাণ বিলির ছবি তোলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
সোমবার রাজ্যের রাজধানী কলকাতার করোনা প্রবণ এলাকার কাউন্সিলরদের নিয়ে বসা বৈঠকে নিজের দলের কাউন্সিলরদের করোনা নিয়ে গাছাড়া ভাব দেওয়ার জন্য রীতিমত ধমক দেন তিনি। উনি ওই বৈঠকে এও বলেন যে, এলাকায় করোনা ধরা পড়লে মানুষকে সচেতন করুন, সবাইকে জানান, করোনা মহামারী লুকিয়ে যাওয়ার মতো না। লুকিয়ে গেলে সবথেকে বড় বিপদ।
উনি অভিযোগ করে বলেন, কলকাতার বিভিন্ন জায়গায় ত্রাণ বিলির জন্য সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না। এমনকি তৃণমূল নেতাদের মধ্যে ত্রাণ বিলির সময় ছবি তোলার জন্য হিড়িক পরে যায় বলে অভিযোগ করেন তিনি। ফিরহাদ হাকিম বলেন, ত্রাণ নিয়ে প্রতিযোগিতা চলছে আমাদের দলের নেতাদের মধ্যে। কে কত লোক জড় করে ত্রাণ বিলি করতে পারে সেটা নিয়ে চলছে মহড়া। আর এই মহড়ার মধ্যে সামাজিক দূরত্ব এবং সরকারের দিশা নির্দেশ কিছুই পালন হচ্ছে না।
উনি দলের নেতা-নেত্রী এবং জন প্রতিনিধিদের পরামর্শ দিয়ে বলেন, ত্রাণ দেওয়ার হলে চুপচাপ বাড়িতে গিয়ে দিয়ে আসুন। লোক জড় করতে হবে না আর ছবিও তুলতে হবে না। দয়া করে ভিড় জমাবেন না।