বাংলাহান্ট ডেস্ক : এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে অবসাদগ্রস্ত বলে তাঁর অপসারণের দাবিতে সোচ্চার হলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুভেন্দু অধিকারীর সঙ্গে সঙ্গেই রাজ্যপালকেও একহাত নিলেন তিনি।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘বিরোধী দলনেতার অবিলম্বে উচিত পদত্যাগ করা। রাজ্যপাল এবং বিরোধী দলনেতা একজনেরই হওয়া উচিত। বিজেপির সবাই অবসাদে ভুগছেন। রাজ্যপালও। বিরোধী দলনেতাও অবসাদের শিকার কি না সেটা আমাকে জানতে হবে। ওঁর মানসিক অবস্থা আমার জানা নেই।’
এরপরই সাংবাদিকদের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘যেভাবে খালি স্যোশাল মিডিয়াতেই বঙ্গ বিজেপি চলছে তাতে আপনারা না থাকলে বিজেপির আয়ু আর মাত্র একদিন। আপনারা যদি ৪-৫ দিন বিজেপির খবর না দেখান তাহলেই দেখবেন বিজেপি বলে আর কিছু থাকবে না। বিজেপি নেতারাও বাড়ি থেকে বেরোচ্ছেন না।’
প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দু অধিকারীর কার্যালয়ে পুলিশি হামলার অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এই বিষয়ে রাজ্যপালের কাছে নালিশ ঠুকেছেন বিরোধী দলনেতা। তারপরই সেই ইস্যুতে হস্তক্ষেপ করেন খোদ রাজ্যপাল জগদীপ ধনকড়। শুভেন্দু অধিকারীর কার্যালয়ে আক্রমনের ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে রিপোর্ট তলব করেন তিনি। রবিবারই একটি ট্যুইট করেন রাজ্যপাল। সেই ট্যুইটে একটি ভিডিও পোস্ট করার পাশাপাশি তিনি মুখ্যসচিবকে উদ্দ্যেশ্য করে লেখেন, ‘আজ রাত ১০টার মধ্যে এই বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাই। উচ্চপদস্থ পুলিশ কর্তারা, র্যাফ এবং এহেন বিপুল পরিমাণ পুলিশ বাহিনী বিধায়কের কার্যালয়ের বাইরে কী করছিল? বিধায়কের কার্যালয়ের উপর এহেন হামলা সত্যিই উদ্বেগের বিষয়।’ সেই অভিযোগের প্রেক্ষিতেই যে এদিন তোপ দাগলেন ফিরহাদ হাকিম তা বলাই বাহুল্য।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা