Firhad Hakim: ‘আল্লাহর আশীর্বাদে আমরাই একদিন সংখ্যাগুরু হব’, প্রকাশ্য মঞ্চে ফিরহাদের মন্তব্যে তোলপাড়

বাংলাহান্ট ডেস্ক: একদিকে বাংলাদেশে (Firhad Hakim) ভারত বিরোধী উসকানি, সংখ্যালঘুদের উপরে অত্যাচার। এদিকে এ বাংলায় বিতর্ক ক্রমেই বাড়িয়ে চলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। ফের একবার মৌলবাদী মন্তব্য করে রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেলে দিলেন রাজ্যের মন্ত্রী। জোর গলায় ববির সাফ দাবি, সংখ্যালঘুরাই একদিন হবে সংখ্যাগুরু।

মৌলবাদী মন্তব্য করে ফের ‘বিতর্কে’ ফিরহাদ

ফিরহাদ থার্টি নামে ফিরহাদ হাকিমের (Firhad Hakim) একটি সংগঠনের সংখ্যালঘুদের নিয়ে আয়োজিত অনুষ্ঠানেই ঘটে এমন ঘটনা। সেখানে বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ ববি হাকিম বলেন, ‘আমরা এমন এক কওমের, যে কওম বাংলায় তো ৩৩ শতাংশ, কিন্তু ভারতে মাত্র ১৭ শতাংশ। আর আমাদের সংখ্যালঘু সম্প্রদায় বলা হয়। কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু ভাবি না। আমরা ভাবি, যদি আল্লাহর রহমত থাকে, তাহলে একদিন সংখ্যাগুরুর থেকেও সংখ্যাগুরু হব। আল্লাহর মেহেরবানী হবে যদি আমরা নিজেদের তাকত দিয়ে এটা হাসিল করতে পারি’। প্রকাশ্য মঞ্চে খোদ রাজ্যের মন্ত্রীর এই মন্তব্য সামনে আসতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্যে। ফিরহাদ (Firhad Hakim) সহ তৃণমূলকে তুলোধোনা করতে বিন্দুমাত্র সময় ব্যয় করেনি বিরোধীরাও।

 

Firhad hakim comment creates controversy in state politics

কী বলছে বিরোধী শিবির?

বাংলাদেশ পরিস্থিতির মাঝেই কলকাতার মেয়রের এমন মন্তব্য নিয়ে তীব্র বিষ্ফোরণ ঘটেছে রাজ্যের বিরোধী দলে। বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার তীব্র নিন্দা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘ভারতে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার ব্লুপ্রিন্ট এটা। ইন্ডি জোটের শরিকরা চুপ কেন?’ গেরুয়া শিবিরের আইটি সেলের প্রধান অমিত মালব্য মন্তব্য করেন, কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে। আর ফিরহাদ হাকিমের এই মন্তব্য অনুপ্রবেশেই উৎসাহ দেবে’।

আরো পড়ুন : লাল বেনারসিতে যেন বাঙালি বধূ, দীর্ঘদিনের প্রেমিককে বিয়ে করলেন ‘করিশমা কা করিশমা’র ঝনক

রাজনৈতিক মহলের একাংশের মতে, সংখ্যালঘুদের মধ্যে শিক্ষার গুরুত্ব বাড়াতে উৎসাহ দেওয়ার বিষয়ে কোনো ভুল নেই। কিন্তু সংখ্যালঘুদের সংখ্যাগুরু হয়ে ওঠার বিষয়ে ফিরহাদ হাকিম (Firhad Hakim) যে মন্তব্য করেছে তা নিয়ে বিতর্ক তৈরি হওয়াই স্বাভাবিক। কিছুদিন আগেই মেয়রের মুখে শোনা গিয়েছিল উগ্র মৌলবাদী কথা যা নিয়ে রাজ্যের শাসক দলের মধ্যেই কানাঘুষো শুরু হয়েছিল। ফের এমন মন্তব্য যে শাসক শিবিরকে অস্বস্তিতে ফেলতে পারে তেমনটাই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আরো পড়ুন : শাড়ি ভিজে গিয়েছে রক্তে, যন্ত্রণায় হাউহাউ করে কান্না রূপাঞ্জনার! এ কী অবস্থা অভিনেত্রীর?

নেট মাধ্যমেও নিন্দার ঝড়: ফিরহাদের (Firhad Hakim) মন্তব্য এক্স হ্যান্ডেলে একজন নেটনাগরিক লিখেছেন, ‘ভালো করে ভিডিওটি শুনুন এবং বুঝুন যে কীভাবে ইসলামিস্টরা চিন্তা করে এবং প্ল্যান করে। এই মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম, যিনি কিনা কলকাতার বর্তমান মেয়র এবং রাজ্যের মন্ত্রী’।

 

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর