পুরসভার সাফাই অভিযান! ডেঙ্গু নিধনে নিজের হাতেই জঞ্জাল পরিষ্কার করলেন মেয়র ফিরহাদ হাকিম

Published On:

বাংলা হান্ট ডেস্ক : চলতি বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গির প্রকোপ এতটাই বেড়ে গিয়েছে যে প্রাণ হারাতে হচ্ছে অনেককে। ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফে বারবার ডেঙ্গু প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরসভা এবং পঞ্চায়েত গুলিকে তবুও জমা জল, সহ ডেঙ্গুর অন্যান্য উত্স গুলি নিয়ে তত্পরতা দেখাচ্ছে না কেউ।যদিও কলকাতা পুরসভার তরফে ডেঙ্গি নিধনের জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু তা সত্ত্বেও সচেতনতার অভাবে বার বার ডেঙ্গিতেই আক্রান্ত হচ্ছেন অনেকেই তাই এ বার জঞ্জাল সাফাই অভিযানে নামলেন কলকাতা পুরসভার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম।

Minister Firhad Hakim at Assembly on Wednesday. Express Photo by Partha Paul. Kolkata. 27.05.15

রবিবার সকালে চেতলায় নিজে হাতে জঞ্জাল পরিষ্কার করলেন ফিরহাদ। উল্লেখ্য পুজোর আগে থেকেই যেভাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে ডেঙ্গু থাবা বসিয়েছে তাতে চিন্তার ভাঁজ পড়েছে প্রশাসনের। অনেক মানুষের মৃত্যু হয়েছে যদিও কেউ কেউ প্রাণে বেঁচে গিয়েছেন। তাই পুরসভার তরফে নিয়মিত সাফাই কর্মীদের সাফাই করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু চিত্রটা বদলায়নি তাই এবার ডেঙ্গু মোকাবিলা অভিযানে নিজেই জঞ্জাল পরিষ্কার করে কার্যত সচেতন করতে চাইলেন ফিরহাদ হাকিম।

এ প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিকদের ফিরহাদ হাকিম জানিয়েছেন, নিজের স্বার্থে নিজের বাচ্চা ও পরিবারের স্বার্থে সকলকে এলাকা পরিষ্কার রাখতে হবে। তাই প্রত্যেকেই যেন এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করেন এমনটাই বার্তা দিতে হবে। অন্যদিকে গ্রামাঞ্চলে পঞ্চায়েতের তরফে বৃষ্টি হলেই ডেঙ্গু মশার উপদ্রব কমাতে নিয়মিত স্প্রে ছড়ানো হচ্ছে।

গত সপ্তাহে বুলবুল ঝড়ের পর যাতে কোনও ভাবেই ডেঙ্গু মশার বৃদ্ধি না হয় তার জন্য পঞ্চায়েতের তরফে সাফাই কর্মীরা বিশেষ করে ড্রেন গুলিতেই ডেঙ্গু নিরোধক স্প্রে ছড়াচ্ছে ।

X