বাংলা হান্ট ডেস্ক : সামনে দু দুটি মহাযুদ্ধ কিন্তু তার আগে বিধানসভা উপনির্বাচন, তাই বিধানসভা উপনির্বাচন যেমন তৃণমূলের কাছে এক লড়াইয়ের অন্যতম ময়দান ঠিক তার পরেই পুরভোট এবং তার পরে একুশের বিধানসভা নির্বাচন। পুরসভা ভোটে তৃণমূলকে এক ধাক্কায় ফেলে দিতে একেবারে মরিয়া বিজেপি তবে ছাড়বার পাত্র নয় শাসক শিবির তাই পুরসভা নির্বাচনের কয়েক মাস আগেই জোর কদমে প্রস্তুতি নিচ্ছে শাসক শিবির।
তাই আগামী কয়েক মাসের কর্মসূচি স্থির করে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। পুরভোটে জয় লাভের জন্য দিদিকে বলে কর্মসূচির ওপর জোর দিলেন তিনি, ওয়ার্ডে ওয়ার্ডে উন্নয়নমূলক কাজ করার পাশাপাশি দিদিকে বলে প্রকল্পের ধারাবাহিকতা বজায় রাখতে নয়া নির্দেশিকাও জারি করলেন ফিরহাদ হাকিম।
2020 সালে মোট 108 টি পুরসভায় পুরভোট হবে, তাই গত দু বারের মতো এ বারেও মহাকরণকে নিজেদের দখলে রাখতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। হাতে কয়েক মাস সময় রেখেই দলীয় নেতৃত্বদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরে ফেলেছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। এ ছাড়াও কাউন্সিলর এবং ব্লক সভাপতিরাও এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আর সেই বৈঠকেই কর্মসূচি বাড়ানোর দিকে বিশেষ নজর রাখতে বলেছেন ফিরহাদ হাকিম।
তবে জনসংযোগ বাড়ানোর পাশাপাশি উন্নয়নমূলক কাজ শেষ করার ডেডলাইন দিয়ে দিয়েছেন মেয়র। ওয়ার্ডে ওয়ার্ডে মানুষের সমস্যা সমাধানের জন্য নিজেদের এগিয়ে যাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।