বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম পুরভোটের আগে ঠিকাদারদের পাওনাগন্ডা বুঝে নেওয়ার পরামর্শ দিলেন সকলকে। শুধু তাই নয় এর সাথে সাথে তিনি আরও নির্দেশ দিলেন যে সময়ের কাজ ঠিক সময়ে শেষ করতে হবে। ফিরহাদ হাকিম ঠিকাদারদের নির্দেশ দিয়ে বলেন, ‘যথা সময়ে কাজ শেষ করতে না পারলে কালো তালিকাভুক্ত করা হবে। প্রি টেন্ডার আবশ্যিক। টেন্ডার হওয়ার পূর্বে সমস্ত কিছু স্পষ্টভাবে পর্যালোচনা আলোচনা করে নেওয়া দরকার। পরে সময় বা টাকা কোনওটাই বাড়ানো যাবে না।’
সামনের বছরে আয়োজিত হবে কলকাতা পুরসভার ভোট। মেয়র নিজেই মন্তব্য করে বলেছেন, এই নির্বাচন হতে পারে এপ্রিল মাসে। কিন্তু ভোটের ফলাফল নিয়ে ফিরহাদের মনে যে কি চলছে তা এখনো স্পষ্ট নয়। কলকাতার মেয়র স্পষ্টভাবে বলে দিয়েছেন যে ‘এপ্রিলেই হবে পুরভোট। দরপত্র এমনভাবে দেওয়ার ব্যবস্থা করুন যাতে সমস্ত কাজ ফেব্রুয়ারির মধ্যে শেষ হয়ে যায়। সমস্ত টাকার পাওনা গন্ডা আছে মার্চ মাসেই মিটে যায়। এরপর টাকা না পেলে আর আমার কোন দায় থাকবে। ভোটের পর কী হবে কেউ জানে না।’
শুধু তাই নয় মেয়র আরো বলেছেন, ‘ আমি মেয়র থাকতেও পারি। না-ও থাকতে পারি। কে মেয়র হয়ে আসবে কেউ জানে না? পেমেন্ট আটকে গেল। তার দায় আমি নেব না।”
উল্লেখ্য, কলকাতা পৌরনিগম ও লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে শুরু হয়েছে “অন্নপূর্ণা কা রসুই ” প্রকল্প। মাত্র ৬ টাকায় ডাল, ভাত ও তরকারি মিলবে খাবারের ভ্রাম্যমাণ গাড়ি থেকে। কাল এই প্রকল্পের উদ্বোধন করে মেয়র ফিরহাদ হাকিম ৬ টাকা দিয়ে ডাল, ভাত ও তরকালি কিনে খেয়েছেন তিনি। মেয়র বলেন, “কলকাতার মানুষ খাবে। তাই সেই খাবারের গুণগত মান কী সেটা আগে নিজে খেয়ে দেখলাম।”