কলকাতা মেট্রোর পিলার নীল সাদা করার আবেদন ফিরহাদ হাকিমের, সাড়াই দিল না রেল

বাংলাহান্ট ডেস্ক : কলকাতা (Kolkata) জুড়ে মুখ্যমন্ত্রী (Chief Minister) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পছন্দের নীল-সাদা রঙে সৌন্দর্যায়নের কাজ চলছে। সেই তালিকা থেকে শহরের মেট্রোর (Kolkata Metro) পিলারই বা বাদ পড়বে কেন ? এমনটাই বোধহয় ভেবেছিলেন কলকাতার মেয়র। তাই, সরাসরি গত মাসেই রেলকে (Indian Railways) চিঠি দিয়েছিলেন ফিরহাদ হাকিম।

কিন্তু ৩০ দিনেরও বেশি সময় কেটে গেলেও রেলের তরফে কোন উচ্চবাচ্য করা হয়নি। এদিকে, রেল কর্তৃপক্ষের তরফে জানিয়ে দেওয়া হয়েছে মেট্রোর পিলারের নীল-সাদা রঙ করার বিষয়ে কোনওসিদ্ধান্ত গ্রহণ করা হয় নি। শুধু তাই নয়, কলকাতা পুরসভার ‘অনুরোধ’কে আদৌ মান্যতা দেওয়া হবে কি না সেই প্রসঙ্গেও স্পষ্টভাবে কোন ইঙ্গিত মেলেনি।

   

প্রসঙ্গত উল্লেখ্য, বিভিন্ন সরকারি ভবন, সেতু, রাস্তার রেলিং সবটাই সেজে উঠছে তৃণমূল সুপ্রিমোর পছন্দের রঙয়ে। মেট্রো করিডকরের পিলারেও ওই রং করা হোক, এই মর্মে গত ১৮ জানুয়ারি রেল বিকাশ নিগম লিমিটেড (আরভিএনএল)-কে চিঠি দিয়েছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। মেট্রো করিডরের কাঠামো নীল-সাদা হলে আরোও সুন্দর দেখাবে বলেই মনে করেছিলেন মেয়র।

ফিরহাদের চিঠি সম্পর্কে বিস্তারিত তথ্য কলকাতা মেট্রোর কাছেও আছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘জানতে পেরেছি, চিঠিটা দেওয়া হয়েছে মেট্রো রেল বিকাশ নিগম লিমিটেডকে। মেট্রো রেলকে দেওয়া হয়নি। নিগম নিশ্চয়ই আমাদের জানাবে। তার পর প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে নিশ্চয়ই।’’

Metro

প্রসঙ্গত উল্লেখ্য, ‘রেল বিকাশ নিগম লিমিটেড’ রেলেরই অধীনস্থ একটি সংস্থা। ভারতীয় রেলের সমস্ত বিভাগের বিভিন্ন প্রকল্প কার্যকর করে তারা। পুরসভার চিঠি প্রসঙ্গে আরভিএনেলের এগজ়িকিউটিভ ডিরেক্টর অমিত রায় বলেন, ‘‘আমরা চিঠি পেয়েছি। এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সিদ্ধান্ত হলে জানানো হবে।’’

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর