বাংলা হান্ট ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ২০১১ সালে ক্ষমতায় এলে ইমামদের জন্য একটি ভাতা করে দেন, তখন প্রশ্ন উঠেছিল পুরোহিতরা বাদ পড়বে কেন!!! সম্প্রতি কোলকাতা পুরসভা থেকে জানানো হলো যে খুব শীঘ্রই পুরোহিতদের জন্যও চালু হতে চলেছে এই ভাতা।
তবে এই ভাতার অধিকারী হতে সমস্ত পুরোহিত একদমই পারবেন না, শুধু কলকাতা পুরসভার অন্তর্গত শ্মশানগুলিতে অগ্রদানী পুরোহিতরা এই ভাতার অন্তর্ভুক্ত হবে। কলকাতার মোট ৭টি শ্মশানের মধ্যে পুরোহিত সংখ্যা ৪৯টি। অগ্রদানী পুরোহিতরা কোনোভাবেই কোনো পুজোতে অংশগ্রহণ করতে পারেনা বা তাঁদের ডাকা হয়না।
তাঁরা শুধুমাত্র অগ্রদানের সময়ই অগ্রদান করতে পারেন। তাই তাঁদের অর্থনৈতিক নিরাপত্তার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেয়র ববি হাকিম জানান, পরের মাস থেকেই এই ভাতা চালু হবে অগ্রদানী পুরোহিতদের জন্য। প্রতিটি অগ্রদানী ব্রাহ্মণ কে শেষকৃত্যের পর কলকাতা পুরসভা ৩৮০ টাকা করে ভাতা প্রদান করবে।
মোট কলকাতা র যে সাতটি শ্মশান নিয়ে ভাতা চালু হয়েছে, সেগুলি হল:- কেওড়াতলা, নিমতলা, সিরিটি, গড়িয়া, কাশী মিত্র ঘাট, কাশীপুর এবং গার্ডেনরিচের বিরজুনালা মহাশ্মশান।