রাজ্যে করোনা নেই, তাই সকল প্রকার সাবধানতা মেনে গঙ্গাসাগর মেলায় ৩০ লক্ষ মানুষের সমাগম হবে বলে আশাবাদী ফিরহাদ 

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ডিসেম্বর পেরিয়ে নতুন বছরের প্রথম মাসেই অনুষ্ঠিত হতে চলেছে গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela)। আগামী ৮ থেকে ১৭ জানুয়ারি চলবে এই মেলা। আর ১৪ এবং ১৫ জানুয়ারি পুণ্যস্নান। ঐতিহ্যবাহী এই মেলাস্থলে এ বছর লক্ষ-লক্ষ মানুষের জনসমাগম হবে বলেই ধারণা করা হচ্ছে। সেইমত গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে গত বুধবারই নবান্ন সভাঘরে একটি পর্যালোচনা বৈঠকে বসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, শনিবার কলকাতা পুরনিগমে মেলার প্রস্তুতি নিয়ে এক বৈঠকের আয়োজন করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। সেখানেই মেলার প্রস্তুতি ও নিরাপত্তা বিষয়ক নানান আলোচনা করেন তিঁনি।

এদিন বৈঠক শেষে মেয়র ফিরহাদ হাকিম জানান, “যেহেতু কোভিড নেই, আমরা আশা করছি প্রায় ৩০ লাখ মানুষ গঙ্গাসাগরে আসবেন।” এরপর নেতাকে কোভিড পরিস্থিতির নিরাপত্তা নিয়ে প্রশ্ন করা হলে তিঁনি বলেন, “এখনও পর্যন্ত যে অ্যাডভাইজরি এসেছে, তাতে আমরা ওখানে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখছি। মাস্ক ও স্যানিটাইজ়ারের ব্যবস্থাও থাকবে। কিন্তু আর অন্য কোনও বিধি এখনই লাগু করা হচ্ছে না। যদি এর মধ্যে ভারতে আবার কোভিড ধরা পড়ে, তাহলে নিশ্চিতভাবে কেন্দ্রের অ্যাডভাইজরি আসবে, তখন সেই অনুযায়ী আমাদের আবার এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত সব বদলে নিতে হবে।” পাশাপাশি ফিরহাদ আরও জানান, এবারের গঙ্গাসাগর মেলায় আগত পূন্যার্থীদের জন্য ‘সিঙ্গল টিকিটে’ গঙ্গাসাগর যাতায়াতের ব্যবস্থা করা হচ্ছে।

gangasagar mela

প্রসঙ্গত, রাজ্যে কোভিড পরিস্থিতি (Clovid Situation) এখনো পর্যন্ত বেশ অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু চিন সহ বিশ্বের অন্যান্য দেশে যেভাবে সংক্রমণের পুনরায় হিড়িক পড়েছে তাতে দেশের নিরাপত্তা নিয়েও উদ্বিগ্ন স্বাস্থ্য মন্ত্রক। ভাইরাসের বাড়বাড়ন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সকলের জন্য। ইতিমধ্যেই কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক সকল রাজ্যকে সতর্কতা জারি করেছে। এরূপ পরিস্থিতিতে লক্ষাধিক মানুষের একত্রে সমাগমে কতটা নিরাপত্তা বজায় থাকে সেদিকেই চিন্তা সকলের।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

X