চরম অপমানিত! পদত্যাগ করছেন মেয়র ফিরহাদ হাকিম? মুখ্যমন্ত্রীর কাছে ইচ্ছাপ্রকাশ ববির

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নাম করে টাকা তোলার অভিযোগ উঠেছে রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) ওএসডির বিরুদ্ধে। ঘটনার জল ইতিমধ্যেই গড়িয়েছে থানা অবধি। যদিও অভিষেকের অভিযোগ খারিজ করে পাল্টা মেয়র দাবি করেন অভিযোগ ভিত্তিহীন। সূত্রের খবর এই পরিস্থিতির জেরে চরম অপমানিত বোধ করেন কলকাতার মহানাগরিক। তাই ঘটনার পর মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) কাছে পদত্যাগ করার কথাও বলেন।

জানা গিয়েছে ফিরহাদ ওরফে ববি পদত্যাগ করতে চাইলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা খারিজ করে দেন। এদিকে ফিরহাদের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে বেশ কিছু দায়িত্ব থেকে ইতিমধ্যেই অব্যাহতি দিয়েছেন ফিরহাদ হাকিম। এতদিন মেয়রের সঙ্গে কেউ সাক্ষাৎ করতে আসলে আগে মেয়রের ও এস ডি তাদের সঙ্গে দেখা করতেন। তারপরই মেয়রের সঙ্গে সাক্ষাতের সময় চূড়ান্ত করতেন। এবার থেকে তার হাতে আর সেই দায়িত্ব থাকছে না। তার বদলে এই দায়িত্ব নিজের দুই অ্যাসিস্ট্যান্টকে দিয়েছেন ববি।

ওদিকে এবার থেকে শুধুমাত্র মেয়রের কাছে আসা ডিপার্টমেন্টাল ফাইল ও অফিসিয়াল কাজ দেখবেন ও এস ডি কালীচরণ। মেয়র যতটুকু কাজ নির্দিষ্ট করে দেবেন ততটুকু কাজই সামলাবেন ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এবার থেকে মেয়রের সঙ্গে দেখা করার প্রক্রিয়াতেও বদল করা হয়েছে।

Abhishek Banerjee Firhad Hakim

আরও পড়ুন: দুর্গাপুজোয় সত্যিই জারি ১৪৪ ধারা?‌ কোন কোন পুজো বন্ধ করতে হবে?‌ যা জানাচ্ছে হাইকোর্ট…

এবার থেকে মেয়রের সঙ্গে দেখা করার নির্দিষ্ট দিন এবং ধার্য করার সময়ের বাইরে মেয়র আর কারোর সঙ্গে দেখা করবেন না। জানা যাচ্ছে কে কোন সমস্যা বা অভিযোগ নিয়ে আসছেন তা আগে বিশদে জানাতে হবে। এরপর কলকাতা পুরসভায় নির্দিষ্ট ধার্য করা দিনে ও নির্দিষ্ট সময়ের মধ্যে মেয়েরের সঙ্গে দেখা করতে হবে। পুরসভা সংক্রান্ত অভিযোগ থাকলে তা লিখিত আকারে প্রথমে জমা দিতে হবে।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X