বাংলা হান্ট ডেস্কঃ গতকালই তৃণমূল (Trinamool Congress) ছেড়ে কংগ্রেসে (Congress) যোগ দিয়েছেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সম্পাদক ইয়াসির হায়দর (Yasser Haider)। রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের (Firhad Hakim) জামাতা তিনি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অত্যন্ত ঘনিষ্ঠ বলেই পরিচিত।
সাংসদ অধীর চৌধুরীর হাত ধরে ইয়াসির কংগ্রেসে যোগ দিতেই শোরগোল পড়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। শাসকদলের অন্যতম শীর্ষনেতার জামাতার এই কাজেএককথায় তোলপাড় রাজ্য-রাজনীতি। ঠিক কি কারণে এই সিদ্ধান্ত এই প্রশ্নই বারেবারে উঠছিল। এবার স্বামী ইয়াসিরের কংগ্রেসে যোগদান প্রসঙ্গে এক সংবাদ মাধ্যমের কাছে মুখ খুললেন ফিরহাদের বড় মেয়ে প্রিয়দর্শিনী হাকিম (Priyadarshini Hakim)।
ঠিক কি বললেন তিনি? এদিন প্রিয়দর্শিনী বললেন, ‘২০১৯ থেকে আমরা সেপারেটেড এবং আমাদের বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। আমরা একসঙ্গে থাকি না। উনি যে কংগ্রেসে যোগ দেবেন সেটা আমার জানাই ছিল না। অনেকেই তো একদল থেকে অন্যদলে যোগ দেন।’
ফিরহাদ কন্যা আরও বলেন, ‘ আমি মানুষের সেবা, মানুষের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস করি। উনিও একদিন তৃণমূল কংগ্রেসে ছিলেন, তারপর একদিন শুনলাম দল ছেড়ে দিয়েছেন। অনেকেই কংগ্রেস, বিজেপি বা তৃণমূল কংগ্রেসে যোগ দেন, এর মধ্যে তো অস্বাভাবিক কোনও কিছু নেই।’
আরও পড়ুন: খাস কলকাতায় তৈরী হবে ‘রাম মন্দির’, উদ্বোধনে অমিত শাহ! কবে কোথায়? জানলে অবাক হবেন
প্রসঙ্গত মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতার মেয়ে হওয়ার পাশাপাশি প্রিয়দর্শিনী রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদক। স্বামীর এহেন সিদ্ধান্ত নিয়ে তিনি কিছু অস্বাভাবিক না দেখলেও এই নিয়ে জোর চৰ্চা চলছে রাজ্য জুড়ে।
ওদিকে, কংগ্রেসে যোগ দিয়ে ইয়াসির হায়দর বলেন, “তৃণমূলে থেকে কোনও কাজই করতে পারছিলাম না। তাই অধীরদার ডাকে সারা দিয়ে কংগ্রেসে যোগ দিলাম। রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে ও অধীরদার নেতৃত্বে কংগ্রেস করব। কংগ্রেস ভেঙেই তো এক সময় তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল…”।
আরও পড়ুন: বঙ্গের আবহাওয়া বদলের বড় ইঙ্গিত! কোথায় কোথায় চলবে ঝড়-বৃষ্টির তাণ্ডব? আবহাওয়ার খবর
শ্বশুরের প্ৰতি কৃতজ্ঞতা স্বীকার করে তিনি আরও বলেন, “ফিরহাদ হাকিমকে দেখেই আমি রাজনীতিতে এসেছিলাম, উনি আমাকে নিয়ে এসেছিল। ওর প্রতি আমি কৃতজ্ঞ। ওকে সম্মান করি, চিরকাল করব। তবে এখন থেকে ওর আর আমরা রাজনৈতিক দল সম্পূর্ণ আলাদা।”
তবে ফিরহাদের গলায় অন্য সুর। জামাইয়ের বিরোধী দলে যোগদান প্রসঙ্গে ফিরহাদ বলেন, “ফিরহাদ হাকিমের লোক, ফিরহাদ হাকিমের আত্মীয়, এগুলো কারও পরিচয় হতে পারে? আমি নিজে ছোট থেকে আন্দোলন করে উঠে এসেছি। নিজের পরিচিতি তৈরি করেছি নিজেই। পরজীবী হয়ে বাঁচা যায় নাকি?’
ফিরহাদ আরও বলেন, ‘আমার মনে হয় কংগ্রেস দলটাই এবার উঠে যাবে। তার কারণ এগুলো যারা করে, আত্মীয়-স্বজন নিয়ে কারবার করে যারা, তারা আসলে দল করে না।’