বাংলা হান্ট ডেস্ক :
নির্দেশিকা জারি করল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম তিনি জানিয়েছেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের ১০০ মিটারের মধ্যে কোন বিড়ি, সিগারেটের দোকান খোলা যাবে না, কারণ পরিবেশের কথা মাথায় রেখে এই নয়া সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদি কেউ ১০০ মিটারের মধ্যে সিগারেট বিড়ি খায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে যেসব দোকানদাররা সিগারেট, বিড়ি বিক্রি করে তাদের দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবেশবিদদের দাবি, শহরের স্কুল-কলেজ বিশ্ববিদ্যালয় এবং সরকারি ভবনগুলো সুরক্ষিত থাকবে তেমনি কিছুটা হলেও পরিবেশক বাঁচবে।এখন দেখার বিষয় কবে থেকে এই নয়া নির্দেশিকা জারি করা হয়।
সূত্রের খবর ইতিমধ্যে নয়া নির্দেশিকা জারি জন্য প্রস্তুতি শুরু করেছে কলকাতা পৌরসংস্থা। আগামী বছর পৌরসভা নির্বাচন তার আগে নয়া পদক্ষেপ কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হবে।