বাংলাহান্ট ডেস্কঃ আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মোৎসব। তবে করোনার কারণে এবার আর কোথাও সারম্বরে পালিত হচ্ছে না রবীন্দ্রজয়ন্তী। শান্তিনিকেতনও এবার শুনশান। জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জনগণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি হয়েছে। আজ তৃণমূলের বিধায়ক জোড়াসাঁকোতে গিয়ে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করেন। সেখানে গিয়ে তিনি বলেন, ‘ছোট বেলায় দু’তিনটে ইট দিয়ে বেদি বানিয়ে রবীন্দ্রপুজো করতাম। বাঙালি পরিবারে জন্ম নেওয়ার সুবাদে রবীন্দ্রজয়ন্তী পালন করাটা আমাদের রক্তে ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, মানুষ আর এই উৎসব পালন করতে পারছে না। তবে আমি নিজেকে আটকাতে পারিনি। সকাল সকাল রবিঠাকুরকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছি।”
এদিন ফিরহাদ হাকিম কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন। তিনি বলেন, ‘গোটা দেশে করোনা ভয়াবহ আকার ধারণ করেছে। আর এরমধ্যেই রাজনীতি করছে কেন্দ্র সরকার। রাজ্যে প্রয়োজনীয় ভ্যাকসিন পাঠাচ্ছে না। কেন্দ্র সরকার যে অপদার্থ, তা বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। ভ্যাকসিন নিয়ে যখন কথা বলার দরকার ছিল, তখন প্রধানমন্ত্রী থালা বাজিয়ে, প্রদীপ জ্বালিয়ে করোনা তাড়ানোর চেষ্টা করছিলেন। ওনার জন্যই আজ গোটা দেশ শ্মশানে পরিণত হয়েছে।”
দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়েও কেন্দ্রের মোদী সরকারকে তোপ দাগেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘মোদী সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ। দেশে পেট্রোল-ডিজেল থেকে শুরু করে খাদ্য শস্য সবকিছুর দাম বেশি। রাজ্য সরকারকে বেশি দামে টিকা বিক্রি করা হচ্ছে। এরজন্য সম্পূর্ণ ভাবে দায়ী মোদী সরকার। পুঁজিবাদীদের সমর্থন করতে গিয়ে গোটা দেশকে উচ্ছনে পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী।”