বাংলা হান্ট ডেস্কঃ বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে এপার বাংলায় প্রতিবাদের সুর উঠতে শুরু করেছে। নিন্দায় সরব হয়েছেন রাজনীতিবিদ থেকে শুরু করে সাধারণ মানুষ প্রত্যেকে। এই আবহে বুধবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেন বিজেপি বিধায়ক অসীম সরকার। এবার তার পাল্টা দিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। রীতিমতো ফুঁসে উঠলেন ববি।
অসীমের মন্তব্যের পাল্টা কী বললেন ফিরহাদ (Firhad Hakim)?
গতকাল পদ্ম বিধায়ক বলেন, কেন্দ্রের কাছে তিনি ভারতবর্ষের সব মুসলিমদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার আবেদন জানাবেন। একইসঙ্গে ওপার বাংলার সব হিন্দুদের এদেশে নিয়ে আসার কথাও বলবেন। এবার অসীমের (Ashim Sarkar) এহেন মন্তব্যের তীব্র বিরোধিতা করলেন ফিরহাদ। তিনি বলেন, ‘অসীম সরকারের বাবার দেশ নয় ভারত’।
বিজেপি বিধায়কের মন্তব্যের পাল্টা ফিরহাদ (Firhad Hakim) বলেন, ‘ইচ্ছে করলেই কেন্দ্র এসব করতে পারে না। কারণ সংবিধানে সেটা বলা নেই’। তৃণমূল নেতার সংযোজন, বিশ্বের যে দেশই হোক না কেন, সব জায়গায় সংখ্যালঘিষ্ঠদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগরিষ্ঠদের। আর ওপার বাংলায় যেটা হচ্ছে সেটার প্রতিবাদ বাংলা সহ সমগ্র দেশ করছে। ওখানে যা ঘটছে সেটা লজ্জাজনক এবং উদ্বেগজনক।
আরও পড়ুনঃ ‘ফুলকি’ অতীত! ‘মিত্তির বাড়ি’ আসতেই TRP-তে ওলটপালট সব! নতুন বেঙ্গল টপার কে জানেন?
কলকাতার মেয়র আরও বলেন, বাংলাদেশে (Bangladesh) যে ঘটনা ঘটছে, এতে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ওখানে এখন কোনও সরকার নেই। আর কট্টরপন্থীদের বিরুদ্ধে লড়ার ক্ষমতা মহম্মদ ইউনুসের নেই। অবিলম্বে এই সকল ঘটনার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি।
এদিকে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষিতে গতকাল বিজেপি বিধায়ক অসীম বলেন, অনুপ্রবেশকারীদের আটকানোর একমাত্র উপায় হল এনআরসি। গোটা দেশে এটি লাগু করতে হবে। ওপার বাংলায় যদি হিন্দুদের সঙ্গে থাকতে মুসলিমদের সমস্যা হয়, তাহলে ভারত সরকারের উচিত হিন্দুদের এদেশে ফিরিয়ে আনা এবং এদেশের মুসলিমদের ওখানে পাঠিয়ে দেওয়া। তাঁর এই মন্তব্যেরই কড়া বিরোধিতা করেছেন ফিরহাদ (Firhad Hakim)।
গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে অসীম আরও বলেন, ওপার বাংলা থেকে উগ্রপন্থীদের ভারতে পাঠানো হচ্ছে। তাঁরা পশ্চিমবঙ্গের পাশাপাশি নানান রাজ্যে লাভ-জিহাদ ছড়াচ্ছে। সব জেনেও মুখ্যমন্ত্রী না জানার ভান করে রয়েছেন বলে দাবি করেন বিজেপি বিধায়ক। ভোটের জন্য তিনি মুখে কুলুপ এঁটে রয়েছেন বলে তোপ দাগেন অসীম।