‘সৌজন্য জানে না”, একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি নিয়ে বিজেপিকে আক্রমণ ফিরহাদের

বাংলা হান্ট ডেস্কঃ আগামী একুশে জুলাই বিপুল জনসমাগম মাঝে পালিত হতে চলেছে শহীদ দিবস। যদিও তৃণমূল কংগ্রেসের এই দাবি মাঝে করোনার (Corona) ভ্রুকুটি দেখা গিয়েছে, তবু হার মানতে নারাজ শাসক দল। এর মাঝে আবার তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress)  সমাবেশের পাল্টা হিসেবে উলুবেড়িয়ায় (Uluberia) কর্মসূচির ডাক দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu adhikari) আর এই প্রসঙ্গে বিজেপিকে বেনজির আক্রমণ করে বসলেন তৃণমূল নেতা তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তাঁর দাবি, “বিজেপি কোনো রকম সৌজন্য জানে না। আমরা একুশে জুলাই দিনটি কলকাতা জুড়ে বিপুল জনসমাগম মাঝে পালন করব।”

উল্লেখ্য, বিগত দুই বছর করোনা মহামারীর কারণে “ভার্চুয়াল’ মাধ্যমে সম্পন্ন হয়েছে শহীদ দিবস অনুষ্ঠান। এ বছর করোনার প্রকোপ কিছুটা কমায় লাখ লাখ জনগণ মাঝে তৃণমূলের এই সমাবেশ পালন করা হবে বলে দাবি করা হচ্ছে। তবে এর মাঝেই আবার ‘উলুবেড়িয়া চলো’ নামে এক কর্মসূচির আয়োজন করার ঘোষণা করেছে রাজ্য বিজেপি নেতৃত্ব। এই কর্মসূচিতে সুকান্ত মজুমদার সহ বিজেপি নেতা শুভেন্দু অধিকারী উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই এই কর্মসূচি উপলক্ষ্যে পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনরকম অনুমতি দেওয়া হয়নি, যা ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

   

সেই প্রসঙ্গে এদিন ফিরহাদ হাকিম বলেন, “আমাদের সমাবেশে লাখ লাখ লোক জড়ো হবেন। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহল থেকে বহু মানুষ আসতে চলেছেন। কিন্তু ওদের কর্মসূচিতে মাত্র কয়েকজন লোক থাকবে এবং আমাদের যাত্রা পথে ইচ্ছাকৃতভাবে গণ্ডগোল পাকানোর চেষ্টা করা হতে পারে।”

firhad hakim 1 2

তৃণমূল নেতা বলেন, “বাংলায় প্রতিটি দলের মধ্যে রাজনৈতিক সৌজন্যতা রয়েছে। সেই কারণে এতদিন পর্যন্ত একুশে জুলাই উপলক্ষ্যে কোনরকম পাল্টা কর্মসূচি ঘোষণা করে না কেউই। তবে সকল সৌজন্যতা ভঙ্গ করেছে বিজেপি।  ওদের সংস্কৃতিতে ‘সৌজন্যতা’ বলে কোন শব্দ নেই। সেই কারণেই এহেন কর্মসূচির ঘোষণা করেছে। তবে আমরা কোন ঝামেলা হতে দেবনা।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর