কুণাল মন্ত্রিসভায় নেই, পার্থদা দোষী হলে আমিও দোষী! SSC বিতর্ক নিয়ে ফিরহাদ হাকিম

বাংলাহান্ট ডেস্ক : এসএসসি নিয়োগ কেলেঙ্কারি প্রসঙ্গে কুণাল ঘোষের শুক্রবার করা মন্তব্যকে ঘিরে কার্যতই তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গতকাল এসএসসি কেলেঙ্কারির দায় তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘাড়েই চাপিয়েছেন তৃণমূল মুখপাত্র। এবার তাঁর সেই মন্তব্য নিয়েই সরব হলেন ফিরহাদ হাকিম। তাঁর দাবি, পার্থ চট্টোপাধ্যায় দায়ি হলে মন্ত্রীসভার বাকি সকলেও দায়ি। কুণাল ঘোষ যে মন্ত্রীসভার কেউ নন, সেকথাও স্পষ্ট সুরেই জানিয়ে দিয়েছেন কলকাতার মেয়র।

গতকাল সাংবাদিক সম্মেলনে রীতিমতো বিস্ফোরক মন্তব্য করতে দেখা যায় কুণাল ঘোষকে। তিনি বলেন, ‘ মুখ্যমন্ত্রীর দিক থেকে যা করার তিনি করেছেন। এতো বড় প্রশাসন, ৯৯% ঠিকঠাক ভাবে হয়, তার পরেও যদি কোথাও কোনও অভিযোগ থাকে তা হলে তা আমার জানার কথা নয়। ব্রাত্য বসুর আমলে কেলেঙ্কারি হয়নি। এই বিষয় নিয়ে পার্টির মহাসচিব তথা তৎকালীন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বুঝিয়ে বলতে পারবেন।’

   

এবার কুণালের এই মন্তব্যের প্রেক্ষিতেই একহাত নিলেন ফিরহাদ হাকিম। এদিন তিনি বলেন, ‘তৃণমূল কংগ্রেসের কোনও মন্ত্রী-নেতা অন্যায় করেননি। এখানে অন্যায় হয় না। প্রক্রিয়াগত ভুল হয়েছে কি না, সেটা তদন্ত সাপেক্ষ। মন্ত্রীসভায় পার্থদার মতন আমিও মন্ত্রী। যদি কোথাও ত্রুটি হয়ে থাকে তাহলে পার্থদার যতটা দায়, ততটা দায় আমারও। এটা আমাদের কালেকটিভ পরিবার। এখানে কেউ কারও উপর দোষ ঠেলতে পারেন না। তাছাড়া কুণাল মন্ত্রী সভার কেউ নয়।’
তিনি আরও বলেন, ‘এত বড় একটা সরকার চলছে, কোথায় কী হচ্ছে তা কী মন্ত্রীদের পক্ষে সব সময় জানা সম্ভব? আমি কলকাতার মেয়র, কে কোথায় ঘুষ খাচ্ছে, কে কোথায় টাকা নিচ্ছে তা আমার পক্ষে জানা সম্ভব? পার্থদাকে দায়ী করা মোটেই ঠিক হচ্ছে না।’

এসএসসি কেলেঙ্কারির জোড়া মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। গত ৭২ ঘন্টায় স্কুল সার্ভিসের উপদেষ্টা কমিটির প্রাক্তন চেয়ারম্যান শান্তিপ্রসাদ সিনহাকে দফায় দফায় জেরা করেছেন তদন্তকারী আধিকারিকরা। সেই ব্যাপারেই গতকাল বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় কুণাল ঘোষকে। উল্লেখ্য, বিগত কিছুদিন ধরেই তৃণমূলের অন্দরে স্পষ্ট হচ্ছে নবীন বনাম প্রবীনের লড়াই। এর আগেও দলের প্রবীন নেতাদের এককাট্টা থাকতেই দেখা গিয়েছিল। তখন তাঁদের উল্টোদিকে ছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার এহেন চাপানউতোরে আবারও কী একবার সামনে এলো সেই কোন্দল? উঠছে সেই প্রশ্নই।

Avatar
Katha Bhattacharyya

সম্পর্কিত খবর