‘ধর্মান্তকরণ মন্তব্যে’র জের! ফিরহাদকে বরখাস্ত করার দাবি, গীতা হাতে প্রতিবাদ BJP-র

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ফিরহাদ হাকিমের (Firhad Hakim) একটি মন্তব্য ঘিরে তুমুল শোরগোল। একটি ভাইরাল ভিডিওয় তৃণমূল বিধায়ককে ‘ধর্মান্তকরণ’ বিষয়ক মন্তব্য করতে শোনা যায়। এবার তা নিয়েই প্রতিবাদে নামল বিজেপি (BJP)। গীতা হাতে বিক্ষোভ দেখালেন শুভেন্দু অধিকারীরা।

কী বলেছেন ফিরহাদ (Firhad Hakim)?

পদ্ম শিবিরের দাবি, সম্প্রতি ফিরহাদ একটি অনুষ্ঠানে ইসলাম সম্বন্ধে বক্তব্য রাখতে গিয়ে ধর্মান্তকরণে উৎসাহ দিয়েছেন। তিনি বলেন, ভিন্ন ধর্মে জন্মগ্রহণ করা দুর্ভাগ্যজনক। কলকাতা পুরসভার মেয়রকে ওই ভিডিওয় বলতে শোনা যাচ্ছে, ‘আমরা নিজের মুসলিম। মুসলিম ঘরে আমরা জন্মেছি, বড় হয়েছি। আমাদের নামাজ, আদব, কায়দা অধিকাংশ মানুষই জানেন। কিন্তু যারা ইসলাম নিয়ে জন্মাননি তাঁরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছেন’।

ফিরহাদের এই মন্তব্য ঘিরেই উত্তাল রাজনৈতিক মহল। যার আঁচ এসে পড়েছে বিধানসভা অবধি। শুক্রবার মন্ত্রী ফিরহাদকে বরখাস্ত করার দাবিতে গীতা হাতে প্রতিবাদ করেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সহ রাজ্য বিজেপি নেতৃত্ব। ফিরহাদ যদিও এক সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, কোনও বিতর্কিত মন্তব্যই না। এটি বিজেপির বানানো কথা।

আরও পড়ুনঃ শিরোনামে শিক্ষকদের ‘শ্রেণি’ বিভাজন! হাইকোর্টে মামলা হতেই বিরাট নির্দেশ জাস্টিস সিনহার

ফিরহাদ (Firhad Hakim) বলেন, আমি এই বিষয়ে কোনও মন্তব্য করব না। পশ্চিমবঙ্গের মানুষ জানে, আমি একজন ধর্মনিরপেক্ষ মানুষ। আমি নিজের ধর্ম পুরোপুরি মানি এবং অন্যান্য ধর্মকেও মর্যাদা দিই। যদিও তাতে বিতর্কের আঁচ একটুও কমেনি।

BJP protest against Firhad Hakim

সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের কাছে রাজ্যের বিরোধী দলনেতা বলেন, হিন্দু, শিখ, জৈন,পারসিকদের অপমান করার কোনও অধিকার ওনার (ফিরহাদ হাকিম) নেই। বিজেপি ইতিমধ্যেই ববিকে বরখাস্ত করার দাবি তুলেছে। যদি এমনটা না হয়, তাহলে রাজ্যজুড়ে আন্দোলন চালানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। শুভেন্দু বলেন, এরপর রাজপথে প্রতিবাদে নামা হবে। গেরুয়া শিবিরের নেত্রী অগ্নিমিত্রা পালের গলাতেও শোনা গিয়েছে একই সুর।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X