বাংলাহান্ট ডেস্ক : কলকাতার মুখ ঢেকেছে বিজ্ঞাপনে। বিরাট বিরাট ব্যানার এবং পোস্টারের আড়ালে ঢেকে গিয়েছে আকাশ। তিলোত্তমার দিকে তাকালে চারিদিকে শুধুই বিজ্ঞাপনের ভীড়৷ এবার এই দৃশ্য দূষণ কমাতেই উদ্যোগী হল কলকাতা পুরসভা। অতি শীঘ্রই বিজ্ঞাপন নীতি আনার কথাও ঘোষণা করেছেন ফিরহাদ হাকিম। আর এই ব্যাপারেই তাঁকে সমর্থন জানিয়েছেন দিলীপ ঘোষ।
ফিরহাদ হাকিম বলেন, ‘এ বার কলকাতার কোথায় কোথায় হোডিং লাগানো যাবে তার সম্পুর্ন তালিকা তৈরি করবে পুরসভা। কোন রাস্তায় কতগুলি হোডিং লাগানো যাবে সেই হিসেবও বলে দেওয়া হবে।’ মেয়র ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, কলকাতার যে কোনও প্রান্তেই ব্যানার বা পোস্টার লাগাতে গেলে পুরসভার অনুমতি বাধ্যতামূলক।
এই প্রসঙ্গে ফিরহাদের পাশে দাঁড়িয়েছেন দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ‘দৃশ্যদূষণ মূলক রাজনৈতিক বিজ্ঞাপন সম্পুর্ণ বন্ধ করেই দেওয়া উচিত নির্বাচন কমিশনের। খুলে দেওয়া পরের কথা, লাগাতে দেওয়াই উচিত নয়। নিজেরা না খুললে পুরসভা খুলে দিক। টাকা নেওয়া হোক রাজনৈতিক দলগুলির কাছ থেকে। পুরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’
দ্বিতীয়বার ক্ষমতায় এসেই কলকাতার আমূল পরিবর্তনের দিকে নজর দিয়েছেন ফিরহাদ হাকিম। অন্যান্য বিষয়ের পাশাপাশি জোর দেওয়া হচ্ছে সমস্ত প্রকার দূষণে। তাই দৃশ্য দূষণ রোখা এবং কলকাতার সৌন্দর্যায়নে বিশেষ পরিকল্পনা করছে পুরসভা। এই ব্যাপারে কমিটি গঠনের কথাও জানিয়েছেন মেয়র।
যদিও দিলীপ ঘোষের এই সমর্থনকে খুব একটা সাদা চোখে দেখছেন নিন্দুকরা। তাঁদের দাবি, কলকাতা জোড়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্ব বাংলার পোস্টার। রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করার প্রসঙ্গে সেই পোস্টার গুলিকেই লক্ষ্য বানিয়েছেন দিলীপ। কলকাতা থেকে মমতার বিজ্ঞাপন হটানোর লক্ষ্যেই এহেন সমর্থন এমনটাই গুঞ্জন শহরে।