”বেতন না দিতে পারলে চেয়ার ছাড়ুন”, মেয়র ফিরহাদকে হুঁশিয়ারি কলকাতা পুরনিগমের কর্মীদের

বাংলাহান্ট ডেস্ক : গতকাল কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) মেয়র (Mayor) ফিরহাদ হাকিম (Firhad Hakim) রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়ে কটাক্ষ করেন। ফিরহাদ হাকিমের সেই মন্তব্যের পর পুরসভার কর্মচারীদের একাংশের অন্দরে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ। ফিরহাদ হাকিম এর বক্তব্যের প্রতিবাদে বামপন্থী ক্লার্ক ইউনিয়নের কর্মীরা আজ সরব হলেন প্রতিবাদে।

সরকারি কর্মচারীরা কলকাতা পুরসভায় প্রতিবাদে সামিল হয়েছেন পেন ডাউন করে। বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বিক্ষোভকে কটাক্ষ করে ফিরহাদ হাকিম মঙ্গলবার বলেন, “ছেড়ে দিন না পোষালে।” গতকাল মেয়র ফিরহাদ হাকিম সরকারের কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ সেই ব্যাখ্যাও করেন নিজে।

   

মঙ্গলবার ফিরহাদ হাকিম বলেন, “প্রাধান্য কোনটা হওয়া উচিত? যে মানুষটা বিনামূল্যের রেশন পাচ্ছে তার মুখে অন্ন তুলে দেওয়া নাকি যিনি মাসে ৪০ হাজার টাকা বেতন পাচ্ছেন তার বেতন ৬০ হাজার হচ্ছে না কেন সেটি আগে দেখা? কেন্দ্রীয় সরকার যখন অনেক টাকা দিচ্ছে তাহলে যোগ দিন সেখানে গিয়েই।”

মেয়রের এই বক্তব্যের পর আলোড়ন পড়ে যায় রাজ্য রাজনীতিতে। মেয়রের এই বক্তব্যের প্রতিবাদ করেছেন মহার্ঘ ভাতার দাবীতে আন্দোলনরত সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকারীরাও। বামপন্থী ক্লার্ক ইউনিয়নের কর্মীরা জানিয়েছেন, ফিরহাদ হাকিম যে বাজে মন্তব্য করেছেন তার প্রতিবাদে আমরা পেন ডাউন কর্মসূচি গ্রহণ করেছি।

da wb workers

পাশাপাশি তাদের আরও বক্তব্য, উনি কি নিজের পকেট থেকে বেতন দেন? নাকি ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন? কর্মচারীদের হকের টাকা বেতন। এতটাই যদি ক্ষমতা থাকে তাহলে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন যারা ডিএ চাইছে তাদের কেন্দ্রীয় সরকারের কাজ করতে। যদি বেতন দিতে না পারেন ছেড়ে চলে যান চেয়ার।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর