বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর ক্ষোভ প্রকাশ করেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাতা ইয়াসির হায়দর। ফিরহাদ হাকিমের ঘরে বিক্ষোভের সুরে অশনি সঙ্কেত দেখছে রাজনৈতিক বিশ্লেষকরা। প্রসঙ্গত ফিরহাদ হাকিমের রাজনৈতিক উত্তরসূরি হলেন ইয়াসির হায়দর। আর সেই উত্তরসূরি মুখ্যমন্ত্রী এবং তৃণমূল দলের প্রতি ক্ষোভ ব্যক্ত করলেন।
একটি ফেসবুক পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দেন ইয়াসির। তিনি লেখেন, ‘একজন বুদ্ধিমান মানুষ আমাকে বলেছিলেন যে, তারকা অথবা বিখ্যাত মানুষ হলে সহজেই নির্বাচনের টিকিট পাওয়া যায়। আমি তখন ওনার কথা গুরুত্ব দিয়ে শুনিনি। কিন্তু এখন সেটাই বাস্তব বলে মনে হচ্ছে। যারা ৩৬৫ দিন ২৪ ঘণ্টা দলের হয়ে পরিশ্রম করে যাচ্ছেন, তাঁরাই আজ দলে উপেক্ষিত।” ফেসবুকে দলের প্রতি ক্ষোভ প্রকাশ করার পর গতকাল তৃণমূল ছাড়েন ফিরহাদ জামাতা ইয়াসির হায়দর।
গতকাল জামাতা ইয়াসির হায়দারের দল ছাড়ার পর আজ কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদে ইস্তফা দিচ্ছেন ফিরহাদ হাকিম। তবে ববির পদত্যাগ নিয়ে ইয়াসির হায়দারের দল ছাড়ার কোনও সংযোগ নেই।
আইনি প্যাঁচে পরেই কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হচ্ছেন ফিরহাদ হাকিম। এর আগে বিরোধীরা কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেও ফিরহাদ হাকিমকে এই পদ থেকে সরাতে পারেনি বিরোধীরা। কিন্তু এবার কার্যত বাধ্য হয়েই পদত্যাগ করছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
ফিরহাদ হাকিম এই পদ থেকে পদত্যাগ করার পরই কলকাতা পুরসভা থেকে রাজ্য সরকার মনোনীত বোর্ড ভেঙে যাবে আর পুরসভার ১৪৪ টি ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরদের কো-অর্ডিনেটর পদটিও বিলুপ্ত হয়ে যাবে।