কল খুলতেই বেরোচ্ছে ঘোলা জল! কলকাতায় পানীয় জলের সমস্যা নিয়ে DVC-কে দায়ী করলেন হাকিমসাহেব

বাংলাহান্ট ডেস্কঃ বৃষ্টির পর জমা জল কিছুটা কমে গেলেও, উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পুরসভার কল খুলতেই বেরোতে দেখা গেল ঘোলা জল। উল্টোডাঙা, হুগলির শ্রীরামপুরেও একই চিত্র ধরা পড়েছিল। কল খুলতেই দেখা যায় সাবান ধোয়া জল বের হচ্ছে। রবিবার প্রায় গোটা দিন ধরেই একই অবস্থা দেখা গেল।

এই পরিস্থিতিতে দামোদর ভ্যালি কর্পোরেশনকে অর্থাৎ DVC-কে দায়ী করলেন কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম (firhad hakim)। এই পরিস্থিতিতে একালাবাসীকে পুরসভার কলের পানীয় জল না খাওয়ার জন্য প্রচার করা হয়।

Firhad hakim 1 1

পানীয় জলের এই অবস্থার জন্য ডিভিসিকে দায়ী করলেন কলকাতা পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান। তাঁর দাবি, বর্তমান সময়ে ডিভিসি জল ছাড়ার ফলে গঙ্গার জলস্তর অনেকটাই বেড়ে গিয়েছে। আর সেই কারণেই পানীয় জলের মান কিছুটা খারাপ হয়ে গেছে। জল পরিশোধন করার প্ল্যান্টের মেশিনে মাটি ঢুকে বিপত্তি দেখা দেওয়ায়, পানীয় জল ঘোলাটে হয়ে যাচ্ছে।

ফিরহাদ হাকিম জানিয়েছেন, ‘এই সমস্যার কারণে কিছুদিন জল নিয়ে একটি সমস্যা হতে পারে। কলকাতায় জলের প্রেসার কিছুটা কম থাকায়, জল সরবরাহ কমও হতে পারে। জোয়ারের সময় গঙ্গার উপরিভাগের জল নেওয়া নিয়ে এই সমস্যা সমাধান করা হবে। তবে আগামী ২-৩ দিনের মধ্যে এই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যেতে পারে’।

Smita Hari

সম্পর্কিত খবর