বাংলা হান্ট ডেস্কঃ বিগত তিনমাস ধরে লাদাখে( Ladakh) সীমান্ত নিয়ে ভারত (India) আর চীনের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে। আর এরমধ্যে খবর পাওয়া যাচ্ছে যে, সীমান্তে ফায়ারিং হচ্ছে। এই ঘটনায় দুই দেশের মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে ভারতীয় সেনা চীনকে যোগ্য জবাব দেওয়ার জন্য কোমর বেঁধে নেমেছে। আর সেই ক্রমেই প্যাংগং লেকে সীমান্তবর্তী এলাকায় একের পর এক গুরুত্বপূর্ণ পোস্ট দখল করে নিয়েছে ভারতীয় সেনা। চীন ভারতীয় সেনার এই পদক্ষেপে আতঙ্কিত এবং ক্ষুব্ধ। আর সেই কারণেই হয়ত দুই দেশের মধ্যে ফায়ারিংয়ের পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে এই ফায়ারিংয়ের আসল উদ্দেশ্য এখনো জানা সম্ভব হয় নি। তবে চীনের যেকোন দুঃসাহসের জবাব দিতে প্রস্তুত ভারতের জওয়ানরা।
Incident of firing took place on the Line of Actual Control (LAC) in Eastern Ladakh sector where troops of India and China have been engaged in a stand-off for over three months. More details awaited: Sources pic.twitter.com/URFIpr22ZP
— ANI (@ANI) September 7, 2020